তফসিল ঘোষনার অপেক্ষায় বাঘাইছড়ি পৌরসভা

Published: 06 Oct 2016   Thursday   

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা এই পৌরসভার নির্বাচনের লক্ষে চলতি মাসে যে কোন তারিখ তফসিল ঘোষনা হতে পারে বলে জানা  গেছে।

 

জানা  গেছে, সর্ব প্রথম বাঘাইছড়ি  পৌর সভার নির্বাচন হয়েছিল ২০১২ সালের ৮ জানুয়ারী। নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে ৩ মাসের আগে তফসিল ঘোষনা করা হয়। সে অনুযায়ী চলতি মাসে যে কোন তারিখ ঘোষনা হতে পারে তফসিল ।

 

এদিকে, সামনে  পৌর সভা নির্বাচনকে  কেন্দ্র করে সম্ভাব্য মেয়র প্রার্থীরা দলীয় নমিনেশন নিতে জেলা নেতাদের দ্বারে জোর তদবির চালিয়ে যাচ্ছেন আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থীরা। এমনকি অনেক নেতারা ঢাকায় কেন্দ্রিয় নেতাদের কাছেও জোর তদবির চালিয়ে যাচ্ছেন বলে দলীয়ে সুত্রে জানা  গেছে।

 

অপরদিকে মেয়র প্রার্থীরা এলাকায় এলাকায় চা চক্র  উঠান বৈঠক করছেন। আগাম নির্বাচনকে ঘিরে চায়ের কপে ঝড় উঠছে।  কে পাচ্ছেন আওয়ামীলীগ ও বিএনপির টিকেট এমন গুঞ্জন চলছে পথে ঘাটে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত