খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দ্বিতীয় দিনের ক্লাস বর্জন

Published: 05 Oct 2016   Wednesday   

খাগড়াছড়ি সরকারি কলেজের  শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে পূর্ব ঘোষিত তিন দিনের ক্লাস বর্জন কর্মসূচীর বুধবার দ্বিতীয় দিন ক্লাস বর্জন কর্মসূচি  পালিত হয়েছে।

 

কলেজের এইচএসসি`র ১ম বর্ষের ছাত্র সুব্রত ত্রিপুরার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় দাবী করা হয়, ক্লাস বর্জন কর্মসূচির সমর্থনে পাহাড়ি শিক্ষার্থীসহ প্রগতিশীল ছাত্র-ছাত্রীরাও কলেজে উপস্থিত হয়নি। ফলে কলেজের অধিকাংশ শিক্ষার্থী অনুপস্থিত  থাকায় শ্রেণীর ক্লাস  হয়নি। আগামী ৬ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি চলবে। দাবি আদায় না হলে পরবর্তীতে আরো নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

 

প্রেস বার্তায় আরো দাবী করা হয়, কলেজের শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা, মারধর ও ছাত্রীদেরকে শ্লীলতাহানিসহ নানা অপকর্মের প্রতিবাদে ও এসব বন্ধ করে কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে  গেল ২ অক্টোবর খাগড়াছড়ি টঙ রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হল রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত ক্লাস বর্জন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত