৩ দিনের সফরে বান্দরবানে সন্তু লারমা

Published: 02 Oct 2016   Sunday   

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) রোববার থেকে তিন দিনের সফরে বান্দরবান গেছেন। সফরকালে তিনি বোমাং সার্কেল চীফের সাথে সাক্ষাত ছাড়াও স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে  তার  যোগদানের কথা রয়েছে।  

 

এদিকে, সন্তু লারমা সফরকে কেন্দ্রে করে পার্বত্য বাঙালী গণপরিষদ, পার্বত্য সম অধিকার আন্দোলন,বাঙালী ছাত্র পরিষদ শহরের বালাঘাটাসহ কয়েকটি স্থানে কালো পতাকা টানিয়ে দিলেও পরে পুলিশ তা নামিয়ে দিয়েছে বলে জানা গেছে।

 

জানা যায়, সন্তু লারমা তার সফর সঙ্গীদের নিয়ে রোববার বিকালে রাঙামাটি থেকে সড়ক পথে হয়ে বান্দরবানের সার্কিট হাউসে পৌছান। সেখানে পৌছার পর সন্তু লারমাকে অভ্যর্থনা জানান জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক,পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়. আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, সদস্য উনু মং, সদস্য মংনু চিং,রাইখালী ইউপি চেয়ারম্যান সাই মং মারমা।

 

সূত্র জানায়,  তিন দিন বান্দরবানে অবস্থানকালে  সন্তু লারমা সোমবার সকালে বোমাং সার্কলে চীফ রাজা উচপ্রু চৌধুরীর সাথে সাক্ষাত করার কথা রয়েছে। এছাড়াও তিনি স্থানীয় বিভিন্ন কর্মসূচীতে যোগদান করবেন। 

 

এদিকে সন্তু লারমার বান্দরবানের  সফরের খবর পেয়ে পার্বত্য বাঙালী গণপরিষদ, পার্বত্য সম অধিকার আন্দোলন, বাঙালী ছাত্র পরিষদসহ বাঙালী সংগঠনগুলো শহরেরর বালাঘাটা এবং কয়েকটি স্থানে কালো পাতাকা টানিয়ে দেয়। অবশ্যই পরে পুলিশ এসব কালো পতাকা নামিয়ে দিয়েছে বলে জানা গেছে।

 

সন্তু লারমার বান্দরবনে সফরকে ঘিরে যে কোন ধরনের অনাকাংখিত পরিস্থিতি মোকাবেলায় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে সূত্র জানায়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত