পৌর এলাকার ১৪ টি পূজা মন্ডপকে রাঙামাটি পৌর সভার অনুদান প্রদান

Published: 30 Sep 2016   Friday   

শুক্রবার রাঙামাটি পৌরসভার পক্ষ থেকে আসন্ন শারদীয়া উৎসবকে সামনে রেখে পৌর এলাকার ১৪ টি পূজা মন্ডপে অনুদানের চেক প্রদান করা হয়েছে। 

 

পৌর সভার  মেয়রের কার্যালয়ে পৌর এলাকার ১৪টি পূজা মন্ডপের কমিটির প্রধানের হাতে ৪ হাজার টাকা করে মোট ৫৬ হাজার টাকার চেক তুলে  দেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

 

এ সময় রাঙামাটি পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক পঞ্চানন ভট্টাচার্য্য, কাউন্সিলার পুলক দে, কাউন্সিলার করিম আকবর, শ্রী শ্রী গীতাশ্রম পরিচালনা কমিটির সভাপতি আশীষ দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক প্রকাশ তালুকদার, আইচ ভবনের শিব শংকর আইচ, স্বর্ণটিলা মন্দির প্রতিনিধি কিশোর দাশ, গর্জনতলী পূজা মন্ডপ প্রতিনিধি ঝিনুক ত্রিপুরা, কলেজ গেইট মন্দিরের প্রতিনিধি উত্তম দেব সহ অন্যান্য মঠ মন্দিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

চেক বিতরণের আগে পৌর মেয়র পূজা মন্ডপ গুলোর সমস্যার কথা শুনেন। মন্দির প্রতিনিধিরা তাদের নিজ নিজ নিজ এলাকার সমস্যা গুলো তুলে ধরেন। পরে মেয়র মন্দিরের বিভিন্ন ছোটখাটো সমস্যা সমাধানের আশ্বাস  দেন।

 

এসময় পৌর  মেয়র জঙ্গীবাদী গোষ্ঠীরা আসন্ন শারদীয়া দূর্গোৎসবকে ঘিরে যাতে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে মন্দির কমিটির লোকজনের প্রতি আহবান জানান। 

 

তিনি বলেন, স্বাধীন এই বাংলাদেশে জঙ্গীবাদ কখনোই কাম্য নয়। যারা এই জঙ্গীবাদ সৃষ্টি করছে তারা দেশের স্বাধীনতাকে অস্বীকার করে। তারা সকল ধর্মের অনুষ্ঠানে বিশৃঙ্খলা করতে সব সময় প্রস্তুত থাকে তাই আইন শৃঙ্খলার পাশাপাশি তাদের প্রতি লক্ষ্য রাখতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত