রাঙামাটিতে সমসাময়িক প্রণীত আইন ও প্রতিকার শীর্ষক দুই দিনের প্রশিক্ষণ সম্পন্ন

Published: 30 Sep 2016   Friday   

শুক্রবার রাঙামাটিতে সমসাময়িক প্রণীত আইন ও প্রতিকার শীর্ষক দুই দিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ইউনিট কমিউনিটি লিগ্যাল সার্ভিস প্রকল্পের অধীনে স্টাফ ও প্যানেল আইনজীবীদের নিয়ে এ প্রশিক্ষনের আয়োজন করা হয়।

 

প্রশিক্ষণে রিসোর্স পারসন ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট প্রতীম রায়,ব্লাস্ট রাঙামাটি ইউনিটের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং বিজ্ঞ সরকারী কৌশুলী ( জিপি) পরিতোষ কুমার দত্ত, রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট রফিকুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে ছিলেন এ্যাডভোকেট জুয়েল দেওয়ান, এ্যাডভোকেট মিলন চাকমা, ঢাকা প্রধান কার্যালয়ের প্রশিক্ষন সেলের সমন্বয়কারী এ্যাডভোকেট ওয়াহিদা বেগম।

 

কর্মশালায় ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবাধিকার সুরক্ষায় সমসাময়িক আইনের প্রায়োগিক দিক ও দেশের ও আন্তজার্তিক আইনের পরিমন্ডলে যে সব আইন রয়েছে তার সম্পর্কে সম্যক ধারণা এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আইনজীবীদের যে ভূমিকা তা প্রশিক্ষণে তেুলে ধরা হয়।

 

 

এছাড়া, প্রশিক্ষণে হিউম্যান রাইটস ল, সংবিধান,পলিসি, প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা এ্যাক্ট ২০১৩,প্রতিবন্ধী অধিকারের সাথে সম্পর্কিত অন্যান্য আইন,পিতামাতার ভরনপোষন আইন ২০১৩,বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রণীত পেশাগত সদাচার সম্পর্কিত বিধিমালা,পারিবারিক সহিংসতা(প্রতিরোধ ও সুরক্ষা) এ্যাক্ট ২০১৩, শিশু আইন ২০১৩, টু ফিঙ্গার টেস্ট ও নারীর অধিকার সম্বলিত বিষয়গুলো পাওয়ারপয়েন্ট পেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন ও দলীয় ভিত্তিক কাজ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত