রাঙামাটিতে সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশের সাতারু বাছাই কার্যক্রম সম্পন্ন

Published: 26 Sep 2016   Monday   

সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা-সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ কর্মসূচীরআওতায় সোমবার রাঙামাটিতে সেরা সেতারু বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। 

 

রাঙামাটি স্টেডিয়াম সংলগ্ন পুকুরে অনুষ্ঠিত বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌ বাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত সেরা সাঁতারুে বাছাই পর্বে রাঙামাটির ১শ ১৫ জন ছেলে-মেয়ে অংশ নেন।

 

এর মধ্যে ১৪ জন ছেলে এবং ৭ জন মেয়েকে সেরা সাঁতারুরর দ্বিতয়ি পর্বেও জন্য বাছাই করা হয় । বাছাই কৃত এই ২১ জনের মধ্যে দ্বিতীয় পযঅয়ে ঢাকায় প্রতিযোগিতার মাধ্যমে ১০ জনকে বাছাই করা হবে। অংশ গ্রহনকারী সাঁতারুরদের মাঝে প্রতিভাবান সাঁতারু হিসাবে সেরা টাইমিং এর জন্য ৬ জন ছেলে এবং ৪ জন মেয়েকে নগদ অর্থ পুরস্কার, সনদ পত্র ও মেডেল প্রদান করা হয়।


বাংলাদেশ নৌ বাহিনীর কমান্ডার এস এম মাহমুদুর রহমান, লেঃ কমান্ডার এম নাঈমুল হক. লেঃ কমান্ডার এম নাহিদ হাসান এবং সুইমিং ফেডারেশনের প্রধান কোচ তেগুন পার্ক সেরা সাঁতারু বাছাই কার্যক্রমের প্রতিভা বাছাই করেন।


এর আগে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল মান্নান সাঁতারু বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন। রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দে, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত