রাঙামাটিতে দুটি বিদ্যালয়ে সাথে ইউসিবিএলের কুল ব্যাংকিং কার্যক্রমের সমঝোতা চুক্তি স্বাক্ষর

Published: 26 Sep 2016   Monday   

রাঙামাটিতে প্রথমবারের মতো সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে  স্কুল ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক রাঙামাটি বালিকা সরকারী বিদ্যালয় ও সরকারী উচ্চ বিদ্যালয়ে এ ব্যাংকিং চালু করেছে।

 

রোববার বিদ্যালয়ের প্রধাণ শিক্ষকের কক্ষে বিদ্যালয়ের সাথে ইউসিবিএল স্কুল  ব্যাংকিং বিষয়ক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বিদ্যালয়ের পক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরিৎ কুমার চাকমা  সমঝোতা স্মারক চুক্তিতে স্বাক্ষর করেন।

 

ইউসবিএল ব্যাংকের পক্ষে ব্যাংকের স্কুল ব্যাংকিং প্রোগ্রামের চট্টগ্রাম বিভাগীয় প্রধান মোঃ হোসাইন মারুফ ইমতিয়াজ এবং স্কুলব্যাংকিং প্রোগ্রামের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা অর্কিড দেওয়ান উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

 

এই সমঝোতা চুক্তির ফলে রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষাথৃীদেও বেতন ও অন্যান্য ভাতাতি ইউসিবিএল এ অন লাইন এবং মোবাইল ব্যাংকিং ও ইউ ক্যশের মাধ্যমে  সম্পন্নকরা হবে।

 

উল্লেখ্য ইতোপূর্বে জেলার প্রথম বিদ্যালয় হিসাবে রাঙামাটি শহরের । ঐতিহ্যবাহী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান রাঙ্গামাটি শিশু নিকেতনের সাথে ইউসিবিএল এর স্কুল কার্যক্রম পরিচালনা বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত