পার্বত্য এলাকার জনগোষ্ঠীদের মৌলিক শিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী আন্তরিক-উষাতন তালুকদার এমপি

Published: 26 Sep 2016   Monday   

রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ  ঊষাতন তালুকদার বলেছেন, পার্বত্য এলাকার পিছিয়ে পরা জনগোষ্ঠীর মৌলিক শিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একান্ত আন্তরিক। তাই এসব বিদ্যালয়ের বিরাজমান সমস্য দ্রুত সমাধান করার জন্য সংশ্লিষ্ট প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়কে নির্দেশ দিয়েছেন। আগামী সংসদীয় স্থায়ী কমিটিতে এসব বিদ্যালয়ের জাতীয়করণের উত্তর পাওয়া যেতে পারে।

 

তিনি আরো বলেন, দেশের আমলা জটিলতার কারণে পার্বত্য চট্টগ্রামের ইউএনডিপি-সিএইচটিডিএফের পরিচালিত বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৬০ হাজার শিশুর জীবন অনিশ্চিত হয়ে পরেছে। একই সাথে এসব বিদ্যালয়ের কর্মরত শিক্ষকরা দিশেহারা হয়ে মানবেত জীবন যাপন করছেন।

 

সোমবার জুরাছড়ি বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ের সর্বসাধারণ জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ  ঊষাতন তালুকদার এসব কথা বলেন।

 

২নং বনযোগীছড়া সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত জন সভায় সভাপতিত্ব করেন বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা। সভায় বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী দেওয়ান, সদর ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা,  দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, বনযোগীছড়া হেডম্যান করুনা ময় চাকমা, রাঙামাটি জেএসএসের সাধারণ সম্পাদক নীল উৎপল খীসা, জুরাছড়ি জেএসএসের সাধারণ সম্পাদক সুমিত চাকমা উপস্থিত ছিলেন।

 

এ সময় স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ড সদস্য লক্ষি মনি চাকমা। এ সময় জেএসএসের ভূমি বিষয়ক সম্পাদক রনজিৎ দেওয়ান, বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সুরেশ কুমার চাকমা, সাবেক সভাপতি বিমল কান্তি চাকমা প্রমূখ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত