কাপ্তাইয়ে ৫ ইউনিয়নে দশ টাকার চাল বিক্রি শুরু

Published: 25 Sep 2016   Sunday   

খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রের জন্য কেজি প্রতি দশ টাকা করে চাল বিক্রি কার্যক্রম কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নে একযোগে শুরু হয়েছে।

 

শনিবার কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম উপজেলা সদর বড়ইছড়ি বাজারে এই কার্যক্রমের উদ্বোধন করেন।এ সময় খাদ্য কর্মকর্তা রিপু চাকমা,ডিলার অানোয়ার হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান কেজি প্রতি ১০ টাকা করে প্রতিজন প্রতিমাসে সর্বোচ্চ ৩০ কেজি করে ৫ মাস এই সহায়তা পাবেন।

 

এদিকে কার্যক্রমের অংশ হিসেবে ৪ নং কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার এলাকায় কেজি প্রতি ১০ টাকা করে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়্যারম্যান অাব্দুল লতিফ। উপজেলা খাদ্য কর্মকর্তা রিপু চাকমা জানান উপজেলার রাইখালী,চন্দ্রঘোনা,চিৎমরম এবং ওয়াগ্গা ইউনিয়নে এই কার্যক্রম শুরু হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত