বাঘাইছড়িতে সেনা অভিযানে সন্ত্রাসীদের আস্তানা থেকে ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

Published: 25 Sep 2016   Sunday   

রাঙামাটির বাঘাইছড়িতে সেনাবাহিনীর সদস্যরা  রোববার অভিযান চালিয়ে সন্ত্রাসীদের আস্তানা থেকে ৪টি আগ্নেয়াস্ত্র,সামরিক পোশাক ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করেছে।

 

জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইহাট সেনা জোন কমান্ডার লে. ক. আলী হায়দার সিদ্দিকীর নেতৃত্বে  সেনাবাহিনীর একটি দল বাঘাইছড়ির করেঙ্গাতলি থেকে তিন কি.মি দুরে অবস্থিত গচ্ছাবিল গ্রামের সন্ত্রাসীদের গোপন আস্তানা হিসাবে ব্যবহৃত একটি বাড়ি ঘেরাও করেন। এসময় বাড়িটির আশেপাশে আরো অনেক বাড়ি থাকায় সেনাবাহিনীকেও স্বাভাবিক অপারেশন চালাতে সতর্কতা অবলম্বন করতে হয়। দিনের আলো থাকায় সন্ত্রাসীরা সেনাবাহিনীর অবস্থান আগেই টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

 

এসময় সন্ত্রাসীদের অস্তানা থেকে ১টি অটোমেটিক একে-২২ সাব মেশিনগান রাইফেল, ২টি এসবিবিএল রাইফেল, ১টি পয়েন্ট টু-টু বোর রাইফেল, ১টি কমব্যাক্ট জ্যাকেট, জলপাই রংয়ের পোশাক একসেট, কয়েকটি পরিচয়পত্র, মোবাইল ফোনসেট, ধারালো দা-৩টিসহ কয়েকটি পরিচয়পত্রও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক কাউকে আটক করা সম্ভব হয়নি।

--লিবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত