পার্বত্যবাসীর ভূমির সমস্যা সমাধানের লক্ষে ভূমি কমিশন গঠন-উষাতন তালুকদার এমপি

Published: 25 Sep 2016   Sunday   

রাঙামাটির আসনের নির্বাচিত সাংসদ সদস্য ঊষাতন তালুকদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের সৎ ইচ্ছে রয়েছে। সে কারনে পার্বত্য বাসীর ভূমির সমস্যা সমাধানের লক্ষে ভূমি কমিশন গঠন করেছেন ।

 

রোববার জুরাছড়ি উপজেলা বিশ্রামাগারে আয়োজিত এক জনসভায়  তিনি এসব কথা বলেন।

 

১নং জুরাছড়ি সর্বস্তরের জনগণের ব্যনারে আয়োজিত জনসভায় সদর ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি  ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, জুরাছড়ি হেডম্যান সন্তোষ দেওয়ান, কুসুমছড়ি মৌজার হেডম্যান মায়া ননদ্ দেওয়া, রাঙামাটি জেএসএসের সাধারণ সম্পাদক নীলোৎপল খীসা, জুরাছড়ি জেএসএসের সাধারণ সম্পাদক সুমিত চাকমা।

 

এর আগে সকাল ১১টায় স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের সাথে উপজেলা সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় ১নং জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা বরাদ্দের সংক্ষিন্নতা ও উন্নয়নের ধীরগতির চিত্র তুলে ধরেন। এছাড়া সরকারী কর্মকর্তারা স্ব-স্ব দপ্তরের সমস্যা ও সম্ভাবনার প্রস্তা উপস্থান করেন।

 

ঊষাতন তালুকদার তার বক্তব্যে আরো বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জেলা পরিষদের ক্ষমতা খর্ব করে জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রয়োগ করছে। জেলা পরিষদের বিন্দু মাত্র ক্ষক্ষতা নেই-তার রয়েছে মাত্র চাউল, গম ভাগ বন্টনের ক্ষমতা। অন্যদিকে আঞ্চলিক পরিষদের একজন সেনা বাহিনীর সৈনিকের ক্ষমতাও নেই। এভাবে রাখার একটি উদ্দিশ্য মূলক রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

 

তিনি অভিযোগ করে বলেন, তালুকদার বাবু ও বীর বাহাদুর সাহেব টাকার পাহাড়ের মালিক হয়ে গেছেন। বীর বাহাদু  বান্দরবানের আসন হারানোর ভয় বুকে বেধেছে । যার কারণে ব›াদরবানে জেএসএসকে ধংস করার নীল নকশায় তৈরী করছেন।

--লিবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত