বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বড়ঋষি চাকমাসহ চার জনকে ৪ দিনের রিমান্ডে

Published: 25 Sep 2016   Sunday   

সাবেক সেনা সার্জেন্ট মুকুল কান্তি চাকমা অপহরণ মামলায় রাঙামাটির বাঘাইছড়ির উপজেলা পরিষদ চেয়ারম্যান বড়ঋষি চাকমাসহ চার জনকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন রাঙামাটির বিচারিক আদালত। 

 

রোববার রাঙামাটির অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সাবরিনা আলীর আদালতে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৪ দিন করে এ রিমান্ড মঞ্জুর করেন।


রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) শহীদুল্লাহ জানান, সাবেক সেনা সার্জেন্ট মুকুল কান্তি চাকমার অপহরণ মামলায় রোববার পুলিশ বাঘাইছড়ির উপজেলা পরিষদ চেয়ারম্যান বড়ঋষি চাকমাসহ চার জনকে ১০ দিনের রিমান্ড আবেদন জানায়। এতে রাঙামাটির অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সাবরিনা আলীর আদালত সকল আসামীর ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

 

এরা হলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারন সম্পাদক বড়ঋষি চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি প্রভাত কুমার চাকমা ওরফে কাকলী বাবু, সহ-সাধারন সম্পাদক ত্রিদিব চাকমা ওরফে দ্বীপ বাবু ও বাঘাইছড়ি ইউপি’র ওয়ার্ড মেম্বার অজয় চাকমা।

 

তিনি আরো জানান, গেল ৩০ মে বাঘাইছড়ি উপজেলার লাইল্যাঘোনার এলাকা থেকে সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট মুকুল চাকমাকে তার বাড়ী থেকে দুর্বৃত্তরা অপহরণ করে। এক মাস যাবৎ কোন হদিশ না পাওয়ায় অপহৃতের বড় মেয়ে নমিশা চাকমা বাদী হয়ে গেল ৭ জুলাই বাঘাইছড়ি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

 

পরবর্তীতে মামলা দায়ের পর বড় ঋষি চাকমাসহ অন্যান্যরা উচ্চতর আদালত থেকে জামিন নেন। গেল ২০ সেপ্টেম্বর বড় ঋষি চাকমাসহ চার জন রাঙামাটির আদালতে জামিন নিতে গিয়ে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

রোববার রিমান্ড শুনানীর পর উপজেলা পরিষদ চেয়ারম্যান বড়ঋষি চাকমাসহ চার জনকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত