মাটিরাঙ্গা ও গুইমারায় ১০ টাকায় কেজিতে চাল বিতরণ উদ্ধোধন

Published: 23 Sep 2016   Friday   

শুক্রবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলায় হত দরিদ্র জনগনের মাঝে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কর্মসূচীর উদ্ধোধন করা হয়েছে।

 

স্থানীয় উপজেলা কার্যালয় চত্বরে খাগড়াছড়ি আসনের সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্ধোধন করেন।

 

অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমানের সভাপতিত্বে অন্যান্যও মধ্যে উপস্থিত ছিলেন কাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, সহকারী পুলিশ সুপার (রামগড় সার্কেল) কাজী হুমায়ুন রশীদ ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: শামছুল হক ও গুইমারায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক মেমং মারমা প্রমূখ।

 

মাটিরাঙ্গা উপজেলা খাদ্য বিভাগ সুত্রে জানা গেছে, মাটিরাঙ্গার ১টি পৌরসভা ও ৭টি ইউনিনে ৮জন ডিলারের মাধ্যমে দুই হাজার ৫শ ৫০জন কার্ডধারীকে ১০ টাকা কেজি দরে প্রতিমাসে ৩০ কেজি করে চাল প্রদান করা হবে।

 

এছাড়াও গুইমারা উপজেলার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ আনুষ্ঠানিক চাল বিতরণ উদ্ভোধন ও আলোচনা সভা শেষে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি জালিয়াপাড়ায় চৌরাস্তা মোড়ে পুলিশ বক্সের উদ্ধোধন করেন।

 

এসব অনুষ্ঠানে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন,বর্তমান আওয়ামীলীগ সরকারের কারণে হতদরিদ্র জনসাধারণ ১০ টাকা কেজিতে চাল পাচ্ছেন। আগামীতেও এসব হতদরিদ্র জনসাধারণের জন্য নানা সুযোগ-সুবিধা নিশ্চিত করবে বর্তমান শেখ হাসিনা সরকার।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত