বাস খাদে পড়ে শিশুসহ নিহত ৫ জনের বাড়িতে বাড়িতে আহাজারী, দাফন সম্পন্ন

Published: 23 Sep 2016   Friday   

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাপমারায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে দুই শিশুসহ নিহত ৫ জনের বাড়িতে বাড়িতে কান্নার আহাজারি আর হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। ময়না তদন্ত শেষে দাফন সম্পন্ন হয়েছে দূর্ঘটনায় ৫ নিহতের।

 

নিহতরা হচ্ছে-ব্যাঙমারার অরবিল চাকমার ৭ মাসের ছেলে হৃদ্দি চাকমা,জালিয়াপাড়ার মোসলেহ উদ্দিন (৫৬),শালবনের আরিফুল ইসলামের স্ত্রী মহিমা বেগম (২৮) ও ছেলে আল-আমিন (৬) ও বাস হেলপার মাটিরাঙ্গার তবলছড়ির শাহাব উদ্দিন (২৯)।

 

জানা  গেছে, ময়না তদন্ত শেষে বৃহস্প্রতিবার নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করলে মোসলেহ উদ্দিনকে জানাযা শেষে কুমিল্লার বুড়িচং উপজেলার হাবিবপুরে তার নিজ এলাকায় দাফন করা হয়। এদিকে শালবনের মহিমা ও তার ৬ বছরের শিশু সন্তানকে শালবন,বাস হেলপার শাহাব উদ্দিনকে তবলছড়ি ও ৭ মাসের শিশু হৃদ্দিকে ব্যাঙমারায় দাফন করা হয়।

 

নিহতদের এলাকায় এলাকায় তাদের শেষ বারের মত এক নজর দেখতে মানুষের ঢল নামে। এসময় কান্নায় ভারী হয়ে উঠে এলাকার আকাশ-বাতাস। এ দিকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ-বিএনপিসহ প্রশাসনিক নেতৃবৃন্দরা।

 

এছাড়াও খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল,মাটিরাঙ্গা উপজেলা সদর হাসপাতাল প্রায় ২৭ জন ও গুরুত্বর আরো ৩ ব্যাক্তিসহ মোট ৩০ জন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আহত চিকিৎসাধীন রয়েছেন।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সপ্তপর্ণী যাত্রীবাহি বাসটি (চট্টমেট্টো-জ ১১-০০২৪) মাটিরাঙ্গা উপজেলার সাপমারা পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে গেলে ৫ যাত্রী নিহত ও প্রায় ৩০ জন আহত হন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত