খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪ঃ আহত ২০

Published: 22 Sep 2016   Thursday   

বৃহস্পতিবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা সাপমারাস্থ বাউন্তি এলাকায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ৪ নিহত ও ২০ জন আহত হয়েছেন।

 

নিহতরা হলেন,ইমারা জালিয়াপাড়ার বাসিন্দা মোসলেহ উদ্দিন (৫৬), বাস হেলপার তবলছড়ির বাসিন্দা শাহাব উদ্দিন (২৪), শালবনের বাসিন্দা আল-আমিন (৬) ও অপর জনের নাম জানা যায়নি।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্প্রতিবার দুপুর সোয়া ১টার দিকে খাগড়াছড়ি  শহর থেকে চট্টগ্রামগামী (বাস) সপ্তবর্ণী পরিবহণ নামে (চট্টমেট্টো জ-১১-০০২৪) মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা সাপমারাস্থ বাউন্তি এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রন হারায়। এতে বাসটি  পাশ্ববর্তী  প্রায় ২শ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৩ যাত্রী নিহত হন। এতে আহত হয়েছেন কম পক্ষে ২০জন।

 

দূর্ঘটনার খবর পেয়ে সেনা বাহিনী,পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার কাছে সহায়তা করতে দেখা যায়। এর মধ্যে মহিমা বেগম (৩০) আশরাফ উদ্দিন (৪৫) ও রূপন দে-এর অবস্থা আশঙ্কাজনক হওয়া তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদের খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হান্নান দূঘর্টনায় ৩ যাত্রী নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত করে জানান, দুপুরে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে গেলে ৩ যাত্রী নিহত  হয়েছেন এবং  বেশ কয়েক জন আহত হওয়ার খবর পাওয়া  গেছে।

 

এদিকে দূঘর্টনায় খবর পেয়ে হাসপাতালে দেখতে যান, খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী,জেলা প্রশাসক মো: ওয়াহিদুজ্জামান,পুলিশ সুপার মো: মজিদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া,খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম,খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও সদর জোন,মাটিরাঙ্গা জোনের সেনা কর্মকর্তাসহ প্রশাসনিক,রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময়  আহতদের আত্বীয়-স্বজনরা খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভিড় জমান।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত