আলীকদমে হেডম্যান-কারবারীদের দক্ষতা উন্নয়নে রিফ্রেসার্স প্রশিক্ষণের উদ্ধোধন

Published: 22 Sep 2016   Thursday   

বান্দরবানে আলীকদম উপজেলায় হেডম্যান ও কারবারীদের প্রথাগত বিচার ব্যবস্থায় দক্ষতা উন্নয়নে বুধবার থেকে সপ্তাহব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ শুরু হয়েছে।

 

আলীকদম উপজেলা রিসোর্স সেন্টার মিলনায়তনে প্রশিক্ষণ উদ্ধোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন আলীকদম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার। এসময়  আলীকদম থানায় উপ পরিদর্শক (এসআই) খাইরুল ওয়ারা রবিন, গ্রীন হিল শিখা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাক আইনজীবী আহমেদ তাসনিম আলম, ট্রেইনিং ও ডকুমেন্টেশন সমন্বয়কারী রিকো খীসা, এলাকা সমন্বয়কারী কুশল চাকমা। 

 

শিখা প্রকল্পের মাধ্যমে আলীকদম উপজেলায় মোট ১০৫জন হেডম্যান-কারবারীদের প্রথাগত বিচার ব্যবস্থায় দক্ষতা উন্নয়ন রিফ্রেসার্স প্রশিক্ষণ দেওয়া হবে। তার মধ্যে ১ম পর্যায় ২৮জন হেডম্যান কারকারীকে রিফ্রেসার্স প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এভাবে ২য় পর্যায় ২৬জন এবং পর্যায়ক্রমে ২৬জন ও ২৫জন হেডম্যান-কারবারীদের প্রশিক্ষন দেওয়া হবে। আগামী ২৭সেপ্টেম্বর এ প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হবে।

 

প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২৮৭ নং তৈন মৌজা হেডম্যান মংক্যনু মার্মা জানান, আলীকদম হেডম্যান-কারবারীগণ বিচার ব্যবস্থা বিষয়ে অসচেতন। তাদের প্রথাগত বিচার ব্যবস্থায় দক্ষতা বৃদ্ধি করার খুবই প্রয়োজন। গ্রীন হিল শিখা প্রকল্পের মাধ্যমে যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেখান থেকে আমাদের অনেক হেডম্যান-কারবারী সচেতনতা বৃদ্ধি পাবে এবং তার পাশাপাশি তারা এ্যাম্পাওয়ার হয়ে উঠবে।

 

উল্লেখ্য, যুক্তরাজ্য সরকারের অর্থায়নে পরিচালিত এবং ম্যাক্সওয়েল স্ট্যাম্প (পিএলসি), বৃটিশ কাউন্সিল ও সেন্টার ফর এফেকটিভ ডিসপিউট রেজুলেশন (সিইডিআর) এর সহযোগিতায় কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীন হিল শিখা প্রকল্পের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত