আগামী অর্থ বছর থেকে উন্নয়ন বোর্ডের শিক্ষাবৃত্তির অর্থের পরিমাণ ৪০ শতাংশ করা হবে- পার্বত্য প্রতিমন্ত্রী

Published: 22 Sep 2016   Thursday   

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, আগামী অর্থ বছর থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে মেধাবী,অসচ্ছল ও অনগ্রসর কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংখ্যা এবং শিক্ষাবৃত্তির অর্থের পরিমাণ ৪০ শতাংশ বাড়িয়ে কোটি টাকায় উন্নীত করা হবে।

 

বৃহস্পতিবার  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিট অফিসের সভাকক্ষে ২০১৫-১৬ অর্থ বছরের শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

অনুষ্ঠানে পাবত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লা, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সন্জিত কুমার রায়, বান্দরবান মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ বড়–য়া,বান্দরবান সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু তাহের ভূঁইয়া এবং পাবত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল আজিজ।

 

জানা গেছে,কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত বান্দরবান জেলার ৪২৭জন শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে যথাক্রমে ৪হাজার ও ৫ হাজার টাকা হিসেবে ১৯ লাখ ১৩ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সমপরিমাণ শিক্ষার্থী ও অর্থ রাংগামাটি এবং খাগড়াছড়িতেও বিতরণ করা হবে।

 

প্রতিমন্ত্রী তার বক্তব্যে আরো বলেন, চলতি বছর পার্বত্য তিন জেলায় ১ হাজার ২৮১জন শিক্ষার্থীর মাঝে ৫৭ লাখ ৩৯ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। আগামী অর্থ বছরে শিক্ষা  বৃত্তির  অর্থের পরিমাণ বাড়িয়ে কোটি টাকায় উন্নীত করা হবে এবং সেই সাথে শিক্ষার্থীর সংখ্যাও বৃদ্ধি করা হবে।

--হিলবিডি২৪/সম্পাাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত