বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সুবোধ বিকাশ ত্রিপুরার মৃত্যুতে যতীন্দ্র লাল ত্রিপুরার শোক প্রকাশ

Published: 21 Sep 2016   Wednesday   

খাগড়াছড়ির রামগড়ের বীর মুক্তিযোদ্ধা ও অবিভক্ত পার্বত্য চট্টগ্রামের ইত্তেফাক প্রতিনিধি সুবোধ বিকাশ ত্রিপুরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরন ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) যতীন্দ্র লাল ত্রিপুরা গভীর শোক প্রকাশ করেছেন।

 

বুধবার বিভিন্ন গন মাধ্যমের কাছে পাঠানো ই-মেইল বার্তায় চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব এ্যাড্ভোকেট হেমন্ত ত্রিপুরা স্বাক্ষরিত এক শোক বার্তায় তিনি উল্লেখ করেন, “তাঁর মৃত্যুতে দেশ একজন বীর মুক্তিযোদ্ধাকে হারালো।

 

পার্বত্য চ্টগ্রামের শান্তি প্রক্রিয়ায় সাংবাদিক হিসেবে তার অবদানের কথা জাতি চিরকাল স্মরণ করবে।” তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি জ্ঞাপন করেছেন।

 

 

উল্লেখ্য, গেল মঙ্গলবার ভোরে রামগড়ের নিজ বাসায় সাংবাদিক সুবোধ বিকাশ ত্রিপুরা পরলোক গমণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দুই ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত