লামায় পাহাড় কেটে ঝিরি ভরাটকালে ভ্রাম্যমান আদালতের জরিমানা

Published: 20 Sep 2016   Tuesday   

বান্দরবানে লামা পৌরসভার লাইনঝিরিতে অবৈধভাবে পাহাড় কেটে, মাটি পরিবহন ও ঝিরি ভরাটকালে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার ভ্রাম্যমান পরিচালনাকালে লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ এই জরিমানা করেন। 


জানা যায়, লামা পৌর শহরের প্রাণকেন্দ্র লাইনঝিরি আবুল খায়ের ট্যোবাকোর সামনে ডাম্পার দিয়ে পাহাড় কেটে ঝিরি ভরাট করছিল একটি সিন্ডিকেট। অবাধে পাহাড় কাটা ও ঝিরি ভরাটের কারণে লাইনঝিরি আশপাশের পরিবেশের চরম ক্ষতি হওয়ার আশংকা করেন এলাকাবাসি। অবৈধ পাহাড় কাটা বন্ধে ভ্রাম্যমান আদালত আইনের পাহাড় কাটায় জড়িতদের ২০ হাজার টাকা জরিমানা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ।


স্থানীয় লোকজন জানায়, এই ঝিরিটি ভরাট হলে ঝিরির পানি প্রভাবিত হওয়ার স্বাভাবিক গতি হারাবে। তখন আশপাশের পাহাড়, ধানের জমি, রাস্তাঘাট ও ব্রিজ-কালভাট গুলো ভেঙ্গে যাবে। এই পাহাড়টির মালিক লাইনঝিরি এলাকার হাসিনা বেগম(৫২)। নিচ থেকে মাটি কেটে ফেললে বর্ষায় উপরের মাটি ভেঙ্গে এসে রাস্তা বন্ধ সহ ঘরবাড়ি ভেঙ্গে মানুষের জানমালের ক্ষতি হতে পারে।


লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ জানান, পাহাড় কাটা আইনত দন্ডনীয় অপরাধ। সংবাদ পেয়ে তিনি পাহাড় কাটা বন্ধ করেন এবং দোষীদের ২০ হাজার টাকা জরিমানা করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত