বান্দরবানে আটক পার্বত্য নাগরিক পরিষদের নেতা আতিকুর রহমানের মুক্তির দাবি জানিয়েছে ৫বাঙালি সংগঠন

Published: 19 Sep 2016   Monday   

গ্রেফতারকৃত পার্বত্য নাগরিক পরিষদের বান্দরবান জেলা শাখার সভাপতি আতিকুর রহমানের অবিলম্বে মুক্তির দাবী জানিয়েছে পার্বত্য নাগরিক পরিষসহ ৫ বাঙালী সংগঠন।

 

সোমবার পার্বত্য গণ পরিষদের  মহাসচিব মো: আলম খানের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় দাবী করা হয়, পার্বত্য ভূমি কমিশনের আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে, সন্তু লারমা এবং পার্বত্য প্রতিমন্ত্রী বীরবাহাদুরের যোগসাজসে ষড়যন্ত্রমূলকভাবে  রোববার বান্দরবান থেকে পার্বত্য নাগরিক পরিষদের বান্দরবান শাখার সভাপতি আতিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

  

বিবৃতিতে আরো দাবী করা হয়,পার্বত্য এলাকায় প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পূন:স্থাপন এবং পার্বত্য মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা ও পাহাড়ী কর্মকর্তাদের মন্ত্রনালয় থেকে অপসারণেরর দাবিতে গ্রেফতারকৃত আতিকুর রহমান জোরালো ভূমিকা ছিল। তাই আন্দোলন থেকে ষড়যন্ত্রমূলকভাবে সরিয়ে দেয়ার জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে। 

 

বিবৃতিতে অবিলম্বে আতিকুর রহমানের মুক্তির দাবী জানানো হয়েছে, অন্যথায় আগামীতে কঠোর কর্মসূচীর হুমকি দেওয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত