প্রিয় রাঙামাটির উদ্যোগে এতিম সুবিধা বঞ্চিত শিশু ও দুঃস্থ বয়োবৃদ্ধের নিয়ে মধ্যহ্নভোজের আয়োজন

Published: 19 Sep 2016   Monday   

স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয় রাঙামাটির উদ্যোগে সোমবার এতিম, সুবিধা বঞ্চিত শিশু ও দুঃস্থ বয়োবৃদ্ধের নিয়ে মধ্যহ্নভোজের আয়োজন করা হয়।


রাঙামাটি শিশু একাডেমীর হল রুমে মধ্যহ্নভোজের পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো: সামশুল আরেফীন।

 

রাঙামাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এন,কে,এম মুন্না তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: শহিদ উল্লাহ, সমাজ সেবক ও শিশু নিকেতন অধ্যক্ষ মো: মোস্তফা কামাল, প্রিয় রাঙামাটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ফাতেমা তুজ জোহরা রেশমী, সাংগঠনিক সম্পাদক নাজিমুল ইসলাম সেতু।

 

স্বাগত বক্তব্য রাখেন প্রিয় রাঙামাটির পরিচালক মো: পারভেজ সুমন। শুভেচ্ছা বক্তব্য রাখেন আকবর হোসেন, সাহাদাত হোসেন, মুন্না দেব, মিম, সালমা ও ওমর মোরশেদ। অনুষ্ঠান পরিচালনা করেন মো: ওমর ফারুক সুজন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: সামশুল আরেফিনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।


উক্ত মধ্যহ্নভোজে শহরের তিন শতাধিক এতিম, সুবিধা বঞ্চিত, দুঃস্থ বয়োবৃদ্ধ অংশ গ্রহণ করে এবং বয়স্ক পূর্ণবাসন কেন্দ্রে ও বিভিন্ন স্থানে দরিদ্র পরিবারের মাঝে প্রিয় রাঙামাটির পক্ষে খাবার বিতরণ করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: সামশুল আরেফিন বলেন, এতিম, অসহায়, দুস্থদের সেবায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আমাদের প্রিয় নবী (সা:) নিজে এতিম, অসহায় ও দুস্থদের আলাদা যত্ন নেয়ার জন্য বলেছিলেন। প্রিয় রাঙামাটি সংগঠনটি এসব সুবিধাবঞ্চিতদের নিয়ে ঈদ উদযাপন ও মধ্যাহ্নভোজের আয়োজন করেছে তা সত্যিই প্রশংসার দাবিদার। এইভাবে আমরা এতিম, সুবিধা বঞ্চিত ও দুঃস্থ বয়োবৃদ্ধ পাশে দাড়িয়ে সহযোগিতা করলে আমাদের সমাজে সুবিধাবঞ্চিত বলতে কিছুই থাকবে না।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত