জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিনকে বিদায় সংবর্ধনা দিল জেলা ক্রীড়া সংস্থা

Published: 19 Sep 2016   Monday   

রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ সামসুল আরেফিন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


রোববার জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শহিদউল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন, জেলা আনসার বাহিনীর উপ-পরিচালক এমএ আওয়াল, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিরূপা দেওয়ান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি প্রীতম রায়, জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক আবু শাহাদাৎ মোঃ সায়েম, কার্য নির্বাহী পরিষদের সদস্য আব্দুল করিম লালু বক্তব্য দেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক মোঃ মোস্তফা কামাল।


এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ, জ্ঞানেন্দু বিকাশ চাকমাসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ ও খেলায়াড়রা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি এই জেলায় বিভিন্ন সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে যা অন্য জেলায় খুবই কম লক্ষ্য করা যায়। রয়েছে তাদের নিজস্ব কৃষ্টি কালচার ও ঐতিহ্য। একে অপরের প্রতি সৌহার্দ্য, সম্প্রীতি শ্রদ্ধা। তাদের সৌহার্দ্য, সম্প্রীতিকে অক্ষুন্ন রাখতে সবাইকে সমন্বয় ও ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, জেলা প্রশাসন আইন শৃংখলা বাহিনীর সর্বাত্বক সহযোগিতায় সবসময় এ জেলায় শান্তি প্রতিষ্ঠায় কাজ করে গেছে সকলের সহযোগিতায়। আগামীতেও যেন এ সহযোগিতা অব্যাহত থাকে। এ জেলার সামগ্রীক উন্নয়নে কাজ করতে হলে সকলের সমন্বয় প্রয়োজন। সমন্বয় রেখে সকলে কাজ করলে এ জেলা অনেক দূর এগিয়ে যাবে।


অনুষ্ঠানে বক্তরা বলেন, রাঙামাটির ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও যুব সমাজকে মাদক মুক্ত রাখতে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ সামসুল আরেফিনের অনেক অবদান রয়েছে। তিনি এ জেলার যুব সমাজকে ক্রীড়া ক্ষেত্রে যোগ্য খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে বিভিন্ন ইভেন্টে খেলাধুলার আয়োজন করেছেন। তার অবদানের কথা রাঙামাটিবাসী সবসময় স্মরণ রাখবে।


বিদায় সংবর্ধনা প্রদান শেষে স্থানীয় সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


উল্লেখ্য, রাঙামাটির জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনকে চট্টগ্রামের জেলা প্রশাসক করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত