বান্দরবানে নিখোঁজ অধ্যাপকের লাশ উদ্ধার

Published: 18 Sep 2016   Sunday   

বান্দরবানে নিখোঁজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক তৌফিক আহমেদ সিদ্দিকীর (৪৮) লাশ উদ্ধার করেছে ডুবুরীর দল।

 

রোববার সকাল দশটার দিকে লাশ উদ্ধার করা হয়। শনিবার দুপুর আড়াইটার দিকে রুমা উপজেলার পর্যটন স্পট রিজুক ঝরনায় সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে তিনি নিখোঁজ হন। 

 

রুমা থানার এসআই মো: নিজাম জানান, রোববার সকাল দশটার দিকে রিজুক ঝরনা থেকে নিখোঁজ অধ্যাপক তৌফিক আহমেদ সিদ্দিকীর লাশ উদ্ধার করে ডুবুরী দল। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন।

 

শনিবার দুপুরের দিকে রিজুক ঝরনায় সাতার কাটতে গিয়ে পানিতে ডুবে তিনি নিখোঁজ হন। এরপর সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চালানো হয়। উদ্ধার করা সম্ভব না হওয়ায় চট্টগ্রাম থেকে ডুবুরী দলকে ডাকা হয়। তারা রোববার সকালে চট্টগ্রাম থেকে ঘটনাস্থলে পৌছেন। পানিতে নামার পনের মিনিট পরে ডুবুরীরা লাশ উদ্ধার করে।


তিনি আরো জানান, শনিবার সকালে অধ্যাপক তৌফিক আহমেদ সিদ্দিকী তার পরিবারের সদস্য ও কলেজের বন্ধু-বান্ধবসহ ১৩ জনের একটি টিম রুমা উপজেলার পর্যটন স্পট রিজুক ঝরনায় যান। আত্বীয়-স্বজনরা রোববার দুপুরের দিকে তার লাশ নিয়ে বান্দরবান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত