শিক্ষা দিবসে খাগড়াছড়ি ও রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ

Published: 17 Sep 2016   Saturday   

মহান শিক্ষা দিবস উপলক্ষে শনিবার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) এর উদ্যোগে খাগড়াছড়ি ও রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

পিসিপি’র খাগড়াছড়ি জেলা কমিটির দপ্তর সম্পাদক রুপেশ চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, খাগড়াছড়ি সদর এলাকায় অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের জেলা শাখার সভাপতি রতন স্মৃতি চাকমার সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ইউপিডিএফ’র কেন্দ্রীয় নেতা নতুন কুমার চাকমা। পিসিপি’র জেলা সাধারণ সম্পাদক সুনীল ত্রিপুরার সঞ্চালনায় সভাপতিত্ব বক্তব্য রাখেন পিসিপি’র কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক বিপুল চাকমা। সভার শুরুতে গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।


শিক্ষা দিবসে পানছড়ি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে সভাপতি হিমেল চাকমার সভাপতিত্বে তথ্য ও প্রচার সম্পাদক পরেশ চাকমা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন পানছড়ি ডিগ্রী কলেজ শাখার সভাপতি এডিসন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম থানা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিন্টু চাকমা, পিসিপি’র খাগড়াছড়ি জেলা কমিটির দপ্তর সম্পাদক রুপেশ চাকমা প্রমূখ।

 

মহালছড়িতে পিসিপি’র উপজেলা শাখার উদ্যোগে সমাবেশে সভাপতি সুমন্ত চাকমার সভাপতিত্বে মেনন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের জেলা দপ্তর সম্পাদক দ্বিতীয়া চাকমা, কলেজ শাখার সহ-সভাপতি সুনয়ন চাকমা, পিসিপি জেলা অর্থ সম্পাদক অমল ত্রিপুরা প্রমূখ।

 

লক্ষীছড়ি উপজেলা সদর বাদিপাড়ার বটতলা থেকে শুরু হয়ে লক্ষীছড়ি সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা সাংগঠনিক সম্পাদক তপন চাকমা, ইউপিডিএফ’র লক্ষীছড়ি উপজেলার প্রতিনিধি আপ্রুসি মারমা ও ২ নং দুল্যাতলি ইউপি চেয়ারম্যান দয়াধন চাকমা প্রমূখ। রামগেড়ে যৌথ খামার যাত্রী ছাউনী থেকে বের হয়ে যৌথ খামার বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে বক্তব্য রাখেন পিসিপি রামগড় কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক নরেশ ত্রিপুুরা, ইউপিডিএফ এর রামগড় উপজেলার প্রতিনিধি হরিকমল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরাম রামগড় শাখার সভাপতি বাবু মারমা প্রমূখ।


খাগড়াছড়ি সদর এলাকায় অনুষ্ঠিত সমাবেশে ইউপিডিএফ নেতা নতুন কুমার চাকমা তার বক্তব্যে বলেন, “শিক্ষার প্রকৃত উদ্দেশ্য ঘুষ নেয়া কিংবা চাকরী করা নয়, প্রকৃতি ও শোষণ-নির্যাতনের বিরুদ্ধে নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে অভিজ্ঞতা লাভ করে বেঁচে থাকার নামই শিক্ষা।” স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে ৬টি শিক্ষা কমিশন গঠন হয়েছে। শাসকশ্রেণী তাঁর ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নিজের উপযোগী করে কমিশনের নীতিমালা প্রণয়ন করে থাকে। প্রত্যেক কমিশনেই এটা প্রতিফলিত হয়েছে। আর এই জনবিরোধী শিক্ষানীতির বিরুদ্ধে ছাত্র সমাজের প্রত্যক্ষ ভূমিকা ছিল। পার্বত্য চট্টগ্রামের ছাত্র সমাজকেও শোষণমূলক শিক্ষানীতির বিরুদ্ধে সংগ্রাম করতে হবে।

 

এদিকে দিবসটি উপলক্ষে রাঙামাটির কতুকছড়িতে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে সমাবেশে করেছে ইউপিডিএফ’র সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) জেলা শাখা। এতে সংগঠনের সভাপতি কুনেন্টু চাকমার সভাপতিত্বে বক্তব্যে রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তুইক্যচিং মারমা,হিল উইমেন্স ফেডারেশনের জেলা শাখার সভাপতি মন্টি চাকমা ও পিসিপির নেতা নিকন চাকমা।

 

এর আগে একটি বিক্ষোভ-মিছিল হাফ বাজার থেকে শুরু করে কতুকছড়ি বাজার প্রদিক্ষণ করে মহাপ্রুম উচ্চ বিদ্যালয় গেইটের সামনে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সমাবেশ করা হয়।

 

সমাবেশে বক্তারা পার্বত্য সকল জাতি সকল জাতিসত্বাদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু করাসহ পাঁচ দফা দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত