রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় বাস-সিএনজি পাহাড়ী খাদে পড়ে কমপক্ষে ২০ জন আহত

Published: 11 Sep 2016   Sunday   

রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাঙামাটির বেতার কেন্দ্র এলাকায় রোববার বিকালে বাস-সিএনজির মধ্যে সংঘর্ষে পাহাড়ী খাদে পড়ে গিয়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে ৬ জনকে গুরুত্বর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এরা হলেন মঞ্জু দেব(৫০), রবি মোহন তংচংগ্যা(৭০), সানজিদা(৩০), বিপ্লব ধর(৪৫), মমতা চাকমা(৫৪) ও জটিলা তংচংগ্যা।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকালে চট্টগ্রাম থেকে রাঙামাটির উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস(চট্টমেট্রো-জ-০৪-০০৩১) রাঙামাটি বেতার কেন্দ্রের এলাকায় পৌছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দেয়। এতে বাস ও সিএনজিটি প্রায় ৪০ ফুট গভীর পাহাড়ী খাদে পড়ে গেলে কমপক্ষে ২০ জন আহত হন।

 

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশসহ স্থানীয় লোকজন দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি থেকে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এর মধ্যে গুরুত্বর আহত অবস্থায় ৬জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

রাঙামাটি জেনারেল চিকিৎসাধীন আহতরা হলেন, পিপলস চাকমা, পূর্ণবালা তংচংগ্যা, মতিলাল তংচংগ্যা, মঙ্গী দাশ, অরুন জ্যোতি চাকমা, রফিকুল ইসলাম, তুমা তংচংগ্যা, পান্না আক্তার, লিমা আক্তার, সতীশ তংচংগ্যা। তবে আহত অন্যান্যদের নাম জানা যায়নি। 


এদিকে ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে রাঙামাটি আসনের সাংসদ উষাতন তালুকদার, জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন,রাঙামাটি জোন কমান্ডার লেঃ কর্ণেল মালিক সামস উদ্দিন রাঙামাটি জেনারেল হাসপাতালে ছুটে যান।


রাঙামাটি জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসক ডাঃ মংক্য সিং সাগর জানান, সড়ক দুর্ঘটনায় রাঙামাটি জেনারেল হাসপাতালে অপাতত ১৬জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৬জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত