নিহত উক্যহ্লা ও ক্যাহ্লাথুইকে পরিকল্পিতভাবে খুন করে গণপিটুনি বলে চালিয়ে দেয়ার অভিযোগ

Published: 08 Sep 2016   Thursday   

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার আলিখ্যং ইউনিয়নের অংগ্যপাড়ায় মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টায় সন্ত্রাসী সন্দেহে দুই যুবককে গণপিটুনি দিয়ে হত্যা বিষয়টি আসলে পরিকল্পিত খুন বলে অভিযোগ করেছেন নিহত উক্যহ্লা মার্মা(৪০) ও ক্যাহ্লাথুই মার্মা (৩৮) এর পরিবারের লোকজন। নিহত দুজনের বাড়ি লামা উপজেলার রপসীপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড দরদরী নয়া মার্মা পাড়ায়।


এদিকে,বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিহত ২জনকে দরদরী নয়া মার্মা পাড়া সংলগ্ন শশ্মানে দাহ করা হয়েছে। এ ঘটনায় নিহত উক্যহ্লার স্ত্রী মেনুংচিং মার্মা বাদী হয়ে রোয়াংছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেছে।


নিহত উক্যহ্লা মার্মার ছোট ভাই মংছিং হ্লা মার্মা (৩৮) জানান, তার বড় ভাই উক্যহ্লা মার্মা রোয়াংছড়ি উপজেলার আলিখ্যং ইউনিয়নের অংগ্যপাড়ায় বিয়ে করে সাত বছর যাবৎ সেখানে ঘর সংসার করছেন। তার ১মেয়ে ও ১ছেলে রয়েছে। উক্যহ্লা মার্মার স্ত্রী মেনুংচিং মার্মা অংগ্যপাড়া কারবারী আচেম প্রু মার্মার ছোট ভাই মৃত থোয়াংগ্যপ্রু মার্মার মেয়ে।


তিনি উক্যহ্লা মার্মা উক্ত অংগ্যপাড়ার জামাই তাই কিভাবে সে সন্ত্রাস হয় প্রশ্ন করে আরো বলেন,মূলত অংগ্যপাড়া কারবারী আচেম প্রু মার্মার ছেলে থোয়াইচিমং মার্মা উক্যহ্লা মার্মার স্ত্রী মেনুংচিং মার্মার জায়গা জমির লোভে তার ভাই উক্যহ্লাকে হত্যা করেছে। উক্যহ্লা মার্মা তার শশুর বাড়ি এলাকায় দিনমজুরী করে জীবিকা নির্বাহ করত।


অপর নিহত ক্যাহ্লাথুই মার্মার ছোট ভাই ক্য প্রু অং মার্মা (শিক্ষক) বলেন, তার বড় ভাই রোয়াংছড়ি উপজেলার আলিখ্যং ইউনিয়নের অংগ্যপাড়ায় ৪মাস আগে দিনমজুরী করতে যায়। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টায় অংগ্যপাড়া কারবারী আচেম প্রু মার্মার ছেলে থোয়াইচিমং মার্মা দা দিয়ে কুপিয়ে উক্যহ্লা মার্মাকে হত্যা করলে বিষয়টি দেখে ফেলে তার বড় ভাই ক্যাহ্লাথুই মার্মা। উক্যহ্লা মার্মা হত্যার স্বাক্ষী মুছে ফেলতে পুনরায় কারবারী আচেম প্রু মার্মার ছেলে থোয়াইচিমং মার্মা তার ভাইকে খুন করেছে। বিভিন্ন পত্র-পত্রিকায় তার বড় ভাই ক্যাহ্লাথুই মার্মার নাম ভুলে হ্লামং মার্মা লেখা হয়েছে।


এ বিষয়ে রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর আলী জানান, বুধবার নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত উক্যহ্লা মার্মার স্ত্রী মেনুংচিং মার্মা বাদী হয়ে থোয়াইচিমং মার্মাকে খআসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত