রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজার চালুর দাবীতে বুধবার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ (পিবিসিপি)।
জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফীনের কাছে স্মারকলিপি প্রদানকালে এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পিবিসিপি’র কেন্দ্রীয় সভাপতি সাব্বির আহমদ, সংগঠনের রাঙামাটি জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খান, দুরছড়ি ইউনিয়ন সভাপতি মোঃ জহির হাসান, সহ-সভাপতি সঞ্জয় নাথ, মোঃ জসিম ও মোঃ রুবেল।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, জেলার বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে সন্ত্রাসীরা আট লক্ষ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা পরিশোধ না করায় গেল ৩০ জুলাই বাজারে এক যুবকের সাথে আনসার সদস্যের সামান্য একটি কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে দুরছড়ি বাজার বয়কটের ঘোষণা দেয় পাহাড়িরা।
বর্তমানে বাজারটি এক মাসের অধিক সময় ধরে প্রায় অচল হয়ে রয়েছে। এতে দুরছড়ি ইউনিয়ন সহ আশে পাশের বেশ কয়েকটি এলাকার পাহাড়িরা পন্য বেচাকেনা করতে পারছে না। এতে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম দূর্ভোগ পোহাচ্ছে।
স্মারকলিপিতে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং দুরছড়ি বাজারের পরিস্থিতি স্বাভাবিক করতে জেলা প্রশাসনকে আল্টিমেটাম দেয়া হয়। অন্যথায় পিবিসিপি বাঘাইছড়িতে বানিজ্যিক মালামাল পরিবহনের উপর অর্নিদিষ্টকালের জন্য অবরোধসহ পাল্টা আন্দোলন কর্মসূচি গড়ে তোলা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.