রাঙামাটিতে শান্তিপূর্নভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

Published: 04 Sep 2016   Sunday   

পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের সংশোধনী আইন বাতিলের দাবীতে ও কমিশনের বৈঠকের প্রতিবাদে পার্বত্য নাগরিক পরিষদসহ ৫বাঙ্গালী সংগঠনের ডাকে রোববার রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্নভাবে পালিত হয়েছে।

 

রাঙামাটিতে হরতাল চলাকালে সকাল থেকে দুরপাল্লার ও আভ্যন্তরীণ রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। জেলার অভ্যন্তরীণ নৌ- রুটে কোন নৌযান চলাচল করেনি।  শহরের তবলছড়ি, রিজার্ভ বাজার, বনরূপা, কলেজ গেইট এলাকায়  অধিকাংশ দোকান পাট বন্ধ ছিল। শহরের বিভিন্ন স্থানে হরতাল সমর্থনকারীরা সকালে রাস্তায় টায়ারে আগুন এবং গাছের ফেলিয়ে দিয়ে যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে।  আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনা বাহিনীরর টহল জোরদার ছিল।

 

এদিকে, পার্বত্য গণ পরিষদ কেন্দ্রীয়  কমিটির দপ্তর  বিষয়ক সচিব আ্যডভোকেট আবু হেনা মোস্তাফা কামালের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় হরতাল শান্তিপূর্নভাবে পালন করায় অভিনন্দন জানিয়ে বলা হয়েছে, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, ভূমি কমিশন চেয়ারম্যান এবং সর্বশেষ সরকারের উপদেষ্টা গওহর রিজভীর সাথে বৈঠক করে পার্বত্যবাসীর জন্য আশ্বাস ছাড়া আর কিছুই পায়নি । এ অবস্থায় আন্দোলন ছাড়া পার্বত্যবাসীর জন্য আর কোন পথ খোলা নেই।

 

রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশীদ জানিয়েছেন, হরতাল চলাকালে রাঙামাটিতে কোন প্রকার ঘটনা ঘটেনি। শান্তিপূর্নভাবে হরতাল পালিত হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত