লামায় অবৈধভাবে পাথর পাচারকালে ৫ ট্রাক জব্দ

Published: 02 Sep 2016   Friday   

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে লামা-চকরিয়া সড়কের ইয়াংছা ও মিরিঞ্জা এলাকা থেকে অবৈধভাবে পাচারের সময় পাথর বোঝায় ৫টি ট্রাক জব্দ করা হয়েছে। 

 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ লামা থানার ৩জন পুলিশ সদস্য নিয়ে রাত ১২টায় অভিযান পরিচালনা করেন। এসময় ইয়াংছা এলাকা থেকে পাথর পাচারকালে ৪টি ট্রাক জব্দ করেন। উপজেলা নির্বাহী অফিসারের আগমনের সংবাদ পেয়ে আগে থেকেই সটকে পড়ে ট্রাকের লেবার, ড্রাইভার ও হেলপাররা। পরে রাত বেশী হয়ে যাওয়ায় পুলিশ জিম্মা নিতে অনিহা দেখালে এবং ড্রাইভাররা পালিয়ে যাওয়ায় ট্রাকের চাকার হাওয়া ছেড়ে দিয়ে পার্শ্ববর্তী লোকজনের হেফাজতে দিয়ে চলে আসেন। অপরদিকে আলীকদম সেনা জোনের অভিযানে লামার মিরিঞ্জা এলাকা থেকে ১টি পাথর বোঝায় ট্রাক আটক করে আলীকদম সেনা জোনে নিয়ে যায় সেনাবাহিনী।

 

এবিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন বলেন, উপজেলা নির্বাহী অফিসার সহায়তা ছেয়েছেন আমরা পুলিশ দিয়ে সহায়তা করেছি। আটক না জব্দ এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধান্ত নেবেন। 

 

লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ বলেন, পরিবেশ ধ্বংস করে পাথর আহরণ ও পাচার করতে কাউকে সুযোগ দেয়া হবেনা। পাথর পাচার বন্ধে সংশ্লিষ্ট বন বিভাগ ও পুলিশের আন্তরিক সহযোগিতা দরকার বলে জানান। রাতে অভিযান চালিয়ে ৪টি ট্রাক জব্দ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত