প্রথম আলোর ফটো সাংবাদিক সুপ্রিয় চাকমার বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে

Published: 30 Aug 2016   Tuesday   

দৈনিক প্রথম আলোর রাঙামাটি অফিসের ফটোগ্রাফার সুপ্রিয় চাকমার বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে। চোরের চক্ররা একটি ল্যাপটপ,সিমসহ দুটি  মোবাইল সেট ও একটি এটিএম কার্ড নিয়ে গেছে। গেল  সোমবার গভীর রাতে শহরের কলেজ গেইট এলাকাস্থ বাড়ীতে এ চুরির ঘটনা ঘটেছে।

 

প্রথম আলোর রাঙামাটি অফিসের ফটোগ্রাফার সুপ্রিয় চাকমা জানান,শহরের কলেজ গেইট এলাকাস্থ বাড়ীতে সোমবার রাতে প্রতিদিনের মত দরজা-জানালা লাগিয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠার পর তিনি দেখতে পান দরজা খোলা অবস্থায় রয়েছে। পরে বাড়ীর জিনিসপত্র ঠিকঠাক রয়েছে কিনা দেখার পর জানতে পারেন চোরের দলরা বাড়ীতে গজ্জিত অবস্থায় রাখা একটি ল্যাপটপ, সিমসহ দুটি  মোবাইল সেট, একটি এটিএম কার্ড ও নগদ ৪৮ হাজার টাকা নিয়ে যায়। তবে ক্যামরার রয়েছে মনে করে ক্যামরা ব্যাগটি নিয়ে গেলেও তা বাড়ীর সামনে কিছু দুরে ব্যাগটি  ফেলে রেখে যায়।  তার মতে, সোমবার গভীর রাতে কোন এক সময়ে চোর চক্ররা বিশেষ কায়দায় দরজা খুলে বাড়ীতে প্রবেশ করেছে।  

 

তিনি আরও জানান, এ  ঘটনায় মঙ্গলবার কতোয়ালী থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। ধারনা করা হচ্ছে, চোর চক্ররা চেতনানাশক ঔষধ প্রয়োগ করে এ চুরির ঘটনা ঘটিয়েছে।

 

এ ব্যাপারে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রশীদ জানিয়েছেন, এ ব্যাপারে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। 

 

উল্লেখ্য, ইদানিং রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে  ধরের চুরির ঘটনা ঘটে চলেছে। এতে শহরবাসী উবিগ্ন হয়ে পড়েছেন। তবে এসব ঘটনায় এখনো পুলিশ চোরের চক্রদের সন্ধান বা গ্রেফতার করতে পারেননি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত