খাগড়াছড়িতে বিশেষ পর্যটন জোন স্থাপনে পার্বত্য চুক্তির সুষ্পষ্ট লংঘন-জেএসএস নেতৃবৃন্দ

Published: 30 Aug 2016   Tuesday   

জুম্মদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করে খাগড়াছড়ি জেলায় বিশেষ পর্যটন জোন স্থাপনের প্রতিবাদে মঙ্গলবার রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস)।

 

সমাবেশে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেছেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি ও জুম্মদের প্রথাগত ভুমি অধিকার আইনের সুস্পষ্ট লংঘন করে খাগড়াছড়ি জেলা সদর ও মাটিরাঙ্গা উপজেলার তিনটি মৌজার ৬৯৯.৯৮ একর জমিতে যুগ যুগ ধরে বসবাসকারী জুম্মদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করে আলুটিলা বিশেষ পর্যটন জোন স্থাপন করা হচ্ছে।


নেতৃবৃন্দ আরো বলেন, খাগড়াছড়ি জেলার ঐতিহ্যবাহী আলুটিলা এলাকায় জুম্মরা শত শত বছর ধরে বসবাস করে আসছে। এ আলুটিলা এলাকায় বিশেষ পর্যটন জোন স্থাপন করা হলে এলাকার বহু গ্রাম উচ্ছেদ হবে এবং হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হবে। নেতৃবৃন্দ অবিলম্বে বিশেষ পর্যটন জোন স্থাপনের বাতিল জানান। তা না হলে বৃহত্তর কর্মসূচী দেওয়া হবে। আর এ কারণে পার্বত্য চট্টগ্রাম আবারো অশান্ত হয়ে উঠে তার জন্য সরকারই দায়ী থাকবে।

 

রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে জেএসএসের কেন্দ্রীয় নেতা শৌখিন চাকমার সভাপতিত্বে বক্তব্যে রাখেন, জেএসএস’র খাগড়াছড়ি জেলা শাখার সাধারন সম্পাদক উদয়ন ত্রিপুরা, জেএসএস’র জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরৎ জ্যোতি চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুবফোরামের জেলা শাখার সভাপতি টোয়েন চাকমা ও পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাচ্চু চাকমা প্রমুখ। সমাবেশে জেএসএস, পিসিপি ও যুব সমিতির নেতাকর্মীরা অংশ নেন।


এর আগে একটি বিক্ষোভ-মিছিল শহরের জেএসএসের জেলা শাখার কার্যালয় থেকে শুরু করে বনরুপা এলাকা ঘুরে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।


পার্বত্য চট্টগ্রাম চুক্তি, প্রথাগত ও আন্তর্জাতিক আইনে উল্লেখ রয়েছে দাবী করে বক্তারা বলেন, আদিবাসী সম্মতি ব্যতিত আদিবাসীদের নিজ চিরায়ত ভূমি থেকে উচ্ছেদ করা যায় না, তাদের চিরায়ত ভূমি অধিগ্রহন কিংবা বেদখল করতে পারে না।

 

বক্তারা অভিযোগ করে বলেন, বিগত ৮০-৯০ দশকে খাগড়াছড়ি বন বিভাগ আলুটিলায় প্রায় এক হাজার) একর জুম্মদের চিয়ারত ভূমি বেদখল করে পরিবেশ বিরোধী সেগুন বাগান সৃজন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সল্ট প্রকল্পের নামে ৩শ একর, খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতি ৭ একর এবং কতিপয় বাঙালী জুম্মদের চিরায়ত ভূমি বেদখল করে বাগান সৃজন করেছে।

 

নেতৃবৃন্দ খাগড়াছড়ি জেলা প্রশাসকের এর যোগসাজসে বহু অবৈধ স্থাপনা গড়ে উঠেছে অভিযোগ করে অবৈধভাবে সৃজিত এসব বাগান বাতিল ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মূল মালিকের নিকট ফেরত প্রদানের দাবী জানান
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত