মানিকছড়িতে নিবিচ্ছন্ন বিদ্যূতের দাবীতে ব্যবসায়ীদের ধর্মঘট ও অফিস ঘেরাও কর্মসূচি পালন

Published: 29 Aug 2016   Monday   

সোমবার খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বিদ্যুতের ধারাবাহিক লোডশেডিং-এর নামে গ্রাহক হয়রানীর প্রতিবাদে আধা বেলা ধর্মঘট ও বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচী পালন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।


কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল থেকে মানিকছড়ি, মহামুনি ও তিনটহরী বাজারের সহস্রাধিক দোকান-পাট বন্ধ রেখে আধা-বেলা ধর্মঘট ও বিদ্যুৎ অফিস ঘেরা করেন স্থানীয় ব্যবসায়ীরা। সকাল থেকে বাজারের শতশত দোকান-পাট বন্ধ রেখে ব্যবসায়ীরা মিছিলসহ রাস্তায় নেমে আসে। সকাল-১০ থেকে ১২ পর্যন্ত সকল ব্যবসায়ী চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ ও বিদ্যুৎ অফিস ঘেরাও করে রাখেন।

 

পরে সেখানে বিদ্যুৎ কর্মকর্তার দুর্নীতি ও গ্রাহক হয়রানীর তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা মো. নুর ইসলাম, মো. আকতার হোসেন ভূইঁয়া, মো. কাউচার হামিদ প্রমূখ। সমাবেশের এক পর্যায়ে মানিকছড়ি গিরি মৈত্রী ডিগ্রী কলেজ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়। বিদ্যুৎ অফিস ঘেরাওকালে পৌঁনে ১ ঘন্টা চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর চেষ্টায় সড়কে গাড়ী চলাচল স্বাভাবিক হয়।


এছাড়া কর্মসূচির অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। এ সময় বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম, জেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ.রাজ্জাক।


এ প্রসঙ্গে জানতে চাইলে আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী মো. জিয়া উদ্দীন অসুস্থতার কারণে ছুটিতে থাকায় মুঠোফোনে বলেন, এখানকার বিদ্যুৎ সমস্যাটি স্থানীয় সমস্যা না। বিদ্যুৎ বিভ্রাট কিংবা লোডশেডিং নিয়ন্ত্রণ হয় চট্টগ্রামের হাটহাজারী সাব স্টেশন থেকে। ফলে অহেতুক এ বিষয়ে স্থানীয় বিদ্যুৎ সংশ্লিষ্টদের দোষারোপ করা হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত