শুক্রবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলার নব প্রতিষ্ঠিত চেংগী সারিবালা মহাবিদ্যালয়ে একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।
পার্বত্য চট্ট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি বিদ্যালয় ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মোঃ মজিদ আলী(বিপিএম- সেবা), পাছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, খাগড়াছড়ি উপজেলা চেয়ারম্যান চঞ্চুমুনি চাকমা, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিক ও নববিক্রম কিশোর ত্রিপুরা সহধর্মীনি অনামিকা ত্রিপুরা প্রমূখ।
এরপর চেংগী সারিবালা মহাবিদ্যালয়ের হলরুমে কলেজের অধ্যক্ষ বোধিসত্ত চাকমার সভাপতিত্বে এক সভা হয়। সভায় বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মোঃ মজিদ আলী(বিপিএম- সেবা), পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা।
প্রধান অতিথি বক্তব্যে নববিক্রম কিশোর ত্রিপুরা বলেন, এখানকার শতভাগ মানুষ কৃষিজীবি। এধরনের দুর্গম এলাকায় কলেজ প্রতিষ্ঠিা করা মানে দুর্গম এলাকাগুলোকে শিক্ষার আলোয় আলোকিত করা। তাই কলেজে একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করতে পেরে আমি খুবই খুশি। এর ফলে এলাকায় প্রতিবছর শত শত শিক্ষার্থী নিজের ভাত খেয়ে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পাবে। তিনি কলেজকে সকল ধরনের সহযোগিতা করারও আশ্বাস দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.