পার্বত্য ভূমি কমিশন আইন দ্রুত কার্যকরের দাবিতে ঢাকায় পিসিপি’র বিক্ষোভ-সমাবেশ

Published: 25 Aug 2016   Thursday   

বৃহস্পতিবার রাজধানী ঢাকায় পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি) উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন দ্রুত কার্যকর করা এবং মাটিরাঙ্গাতে আলুটিলায় পর্যটনের নামে বেআইনীভাবে জমি অধিগ্রহণ প্রক্রিয়া বন্ধের দাবিতে ও খাগড়াছড়িতে জুম্মদের উপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে এ সমাবেশ করা হয়।


পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ঢাকা মহানগর শাখার তথ্য ও প্রচার সম্পাদক অমর শান্তি চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা পাদদেশে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপির ঢাকা মহানগর শাখার সভাপতি ক্যারিংটন চাকমা। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জিনেট চাকমা, রুনি চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, ঢাকা মহানগর শাখার তথ্য ও প্রচার সম্পাদক অমর শান্তি চাকমা, অর্থ সম্পাদক টনক তঞ্চঙ্গ্যা, দপ্তর সম্পাদক নিপন ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের ঢাকা মহানগর শাখার সভাপতি লালন ত্রিপুরা, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি সুমন মারমা এবং পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি অনন্ত বিকাশ ধামাই প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন পিসিপির ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক সুলভ চাকমা।

 

এর আগে একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা পাদদেশ থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার অপরাজেয় বাংলায় গিয়ে শেষ হয় ।


সমাবেশে পিসিপির নেতৃবৃন্দ বলেন, খাগড়াছড়ি জেলার আলুটিলায় দীর্ঘকাল থেকে ত্রিপুরা জনগোষ্ঠীর বসবাস। সেখানে পর্যটন সম্প্রসারণের নামে ৭শ একর জমি বেদখল করে পাহাড়ীদের উচ্ছেদ করার ষড়যন্ত্র করা হচ্ছে। তিন পার্বত্য জেলায় এভাবে একের পর এক ভূমি পর্যটনের নামে দখল করা হয়েছে। প্রতিনিয়ত পর্যটন কেন্দ্র স্থাপনের নামে পার্বত্য এলাকার পাহাড়ীদের যুগ যুগ ধরে বসবাসরত ভিটেমাটি, ভোগদখলকৃত জমি অধিগ্রহণ করা হচ্ছে।


নেতৃবৃন্দ আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রধান সমস্যাগুলোর মধ্যে ভূমি সমস্যা অন্যতম। পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধানের লক্ষ্যে সম্প্রতি মন্ত্রীসভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত এবং রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি হয়েছে। কিন্তু পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন আইনকে বানচাল করতে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর একের পর এক অপতৎপরতায় পার্বত্য চট্টগ্রাম পুনরায় অশান্ত হয়ে উঠছে।


নেতৃবৃন্দ অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তি দ্রুত বাস্থবায়নসহ পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন আইন কার্যকর এবং বেআইনীভাবে ভূমি বেদখল বন্ধ করার দাবি জানান। অন্যথায় আগামীতে বিশাল ছাত্র সমাবেশসহ কঠোর কর্মসূচির ডাক দিেেত বাধ্য হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত