মানিকছড়িতে চান্দের গাড়ী উল্টে গিয়ে স্কুলছাত্রীসহ নিহত ২: আহত ২২

Published: 25 Aug 2016   Thursday   

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সুদুরখীল এলাকায় চান্দের গাড়ী উল্টে গিয়ে স্কুলছাত্রীসহ ২ জন নিহত ও ২২ জন আহত হয়েছে। নিহতরা হলেন ডাইনছড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী অঞ্জনা ত্রিপুরা (১৫) ও কলমলাপতি ত্রিপুরা(৫৫)।

 

জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বাটনাতলী এলাকা থেকে নেপচুন চা বাগানগামী একটি চান্দের গাড়ী(খোলা জীপ) নঙ ঢাকা-ঘ-৮৯৮৬ নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্বের গভীর খাদে পড়ে  যায়। এতে ঘটনাস্থলে অঞ্জনা ত্রিপুরা ও কমলাপতি ত্রিপুরা নিহত হন। এতে আহত হন কমপক্ষে ২২ জন। এর মধ্যে ৪জনকে গুরুত্বর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের মানিকছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আহতদের মধ্যে ১৫ জনের নাম জানা গেছে। তারা হলেন, ফুল মালা ত্রিপুরা (১৫), মালা ত্রিপুরা (২৫), শান্ত ত্রিপুরা (৩৫), শোভা রাণী ত্রিপুরা( ১৫), কিরণ মালা ত্রিপুরা (৩০), পুলিন্দ্র ত্রিপুরা (১৫), অমল চন্দ্র ত্রিপুরা (১৫), চন্দ্রা রাণী ত্রিপুরা (১৪), সুরু কুমার ত্রিপুরা (৩০), খিরন্দ্রী ত্রিপুরা (৪০), কুলিন্দা ত্রিপুরা (৩৫), মনিবালা ত্রিপুরা (১৫), পুতলি ত্রিপুরা (১৬), মহালক্ষী ত্রিপুরা (৩০), জ্যোস্না ত্রিপুরা(১৭)। ঘটনার পর পর চালক পালিয়ে যেতে সক্ষম হয়। আহত ও নিহতরা সবাই নেপচুন চা বাগানের শ্রমীক বলে জানা গেছে।  

 

রামগড় সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী হুমায়ন রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত