মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সেলিম আহম্মদ চৌধুরী আর নেই

Published: 25 Aug 2016   Thursday   

মুক্তিযোদ্ধা ও জেলার সিনিয়র সাংবাদিক সেলিম আহম্মদ চৌধুরী আর নেই। বৃহস্পতিবার ভোর চারটার দিকে তার নিজ বাড়ি সাতকানিয়া উপজেলা ছদেহা ইউনিয়নে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

 

তিনি দীর্ঘ দিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৮বৎসর। তিনি নয় মেয়ে, পাঁচ পুত্র সন্তান, স্ত্রী, জামাতা, নাতি-নাতনি ও গুণগ্রাহী রেখে গেছেন।  তার মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিসহ সাংবাদিক সমাজ ও বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন। 

 

এদিকে, বৃহস্পতিবার সাতকানিয়া উপজেলা ছদেহা ইউনিয়নে সেলিম আহম্মদ চৌধুরী পারিবারিক কবরস্থানে  সাংবাদিক দাফন করা হয়। দাফনের আগে দুপুর আড়াইটার দিকে তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, সাতকানিয়া ইউনিটের সাবেক কমান্ডার ও সাংবাদিক আব্দুল হাকিম, বান্দরবান জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক মৈত্রীর সম্পাদক অধ্যাপক ওসমান গণি, প্রেস ক্লাব ও জেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার সুবেদার আবুল কাশেমসহ জেলার মুক্তিযোদ্ধগণ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল কুদ্দুস, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উল্লাহ, সাতকানিয়া উপজেলা ইউনিট কমান্ডার আবু তাহেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


জানাজা অনুষ্ঠিত হওয়ার আগে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সেলিম আহম্মদ চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়। জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা পতাকা দিয়ে তার কফিন ঢেকে দেওয়া হয়। সাংবাদিক, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ব্যানারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সম্মান জানানো হলেও এ সময় সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন না। এমনকি ভিউগল বাঁজিয়ে শ্রদ্ধা না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধারা ও সাংবাদিকরা।

 

এদিকে, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সেলিম আহম্মদ চৌধুরীর মৃত্যুতে সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে আসে। সেলিম আহম্মদ চৌধুরী চট্টগ্রাম অঞ্চলে পাক হানাদার বাহিনীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। স্বাধীনতার কয়েক বছর পরে তিনি বান্দরবান জেলায় চলে আসেন। এরপর তিনি সাংবাদিকতার সঙ্গে জড়িয়ে পড়েন। তার সাংবাদিকতার কর্মজীবনে রাঙামাটি জেলা থেকে প্রকাশিত দৈনিক গিরিদর্পণ পত্রিকার সঙ্গে যুক্ত হন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত