লামায় সরকারী, বেসরকারী ও প্রাতিষ্ঠানিক পুকুর জলাশয়ে মৎস্য অফিস কর্তৃক মাছের পোনা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্ত করে কার্যক্রমের উদ্বোধন করেন লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী।
পোনা বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ। এসময় আরো উপস্থিত ছিলেন, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, জেলা মৎস্য অফিসার এনায়েত হোসেন চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তাহুরা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাশেদ পারভেজ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার কামালসহ প্রমূখ।
লামায় প্রতিষ্ঠানিক, সরকারী ও বেসরকারী পুকুর জলাশয়ে লামা মৎস্য অফিস কর্তৃক ৩৭০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, লামায় সকল পুকুর জলাশয়ে মাছ চাষের মধ্য দিয়ে এলাকার মাছের চাহিদা এবং পুষ্টির ঘাটতি পূরণে মৎস্য সম্পদ ভূমিকা রাখবে।
--হিলিিড২৪/সম্পা;না/সিআর.