রাঙামাটিতে স্থানীয় বিচার ব্যবস্থা পদ্ধতিতে জনসাধারণের প্রবেশগম্যতা শীর্ষক প্রশিক্ষণের উদ্ধোধন

Published: 23 Aug 2016   Tuesday   

মঙ্গলবার রাঙামাটিতে স্থানীয় বিচার ব্যবস্থা (গ্রাম আদালত) পদ্ধতিতে জনসাধারণের প্রবেশগম্যতা” বিষয়ক দিন ব্যাপী প্রশিক্ষনের আয়োজন করে।

 

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) রাঙামাটির উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স হলে অনুষ্ঠিত কমিউনিটি লিগ্যাল সার্ভিস প্রকল্পের অধীনে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে  আয়োজিত প্রশিক্ষন অনুষ্ঠানে উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সামসুল আরেফিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লাস্ট রাঙামাটি ইউনিটের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং বিজ্ঞ সরকারী কৌশুলী ( জিপি) এ্যাডভোকেট পরিতোষ কুমার দত্ত, ব্লাস্ট সমন্বয়কারী এ্যাডভোকেট জুয়েল দেওয়ান ও ব্লাস্টের অন্যান্য কর্মকর্তারা।

 

দিন ব্যাপী এ প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন ব্লাস্ট রাঙামাটি ইউনিটের সালিশ কর্মকর্তা রাঙাবী তঞ্চঙ্গ্যা, আইনজীবী এ্যাডভোকেট মিলন চাকমা,প্যারালিগ্যাল সুগন্ধি চাকমা ও এডভোকেসি অফিসার কনিম চাকমা ।

 

প্রশিক্ষণে স্থানীয় পর্যায়ের বিচার ব্যবস্থা ,স্থানীয় পর্যায়ের বিচার ব্যবস্থা কি ও প্রচলিত পদ্ধতি,গ্রাম আদালত, গ্রাম আদালত গঠন, গ্রাম আদালত পরিচিতি,বর্তমানে বাংলাদেশে গ্রাম আদালত প্রেক্ষাপট,গ্রাম আদালত আইন,গ্রাম আদালত আইন সম্পর্কে ধারণা,স্থানীয় পর্যায়ের বিচার ব্যবস্থা হিসেবে গ্রাম আদালতের ভূমিকা,গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য মামলা, এখতিয়ার গ্রামআদালতের এখতিয়ার ও ক্ষমতা গ্রাম আদালতের এখতিয়ার, গ্রাম আদালতের ক্ষমতা,গ্রাম আদালত কর্তৃক সিদ্ধান্ত ও আপিল, গ্রাম আদালতের জরিমানা আদায় ও মামলা হস্তান্তর সালিসি সভা, তথ্য কি,তথ্য প্রাপ্তির যোগ্যতা,তথ্য প্রাপ্তির পদ্ধতি তথ্য কমিশন সালিসি বোর্ড/মধ্যস্থতা সভার ভূমিকা,স্থানীয় পর্যায়ের বিচার ব্যবস্থা হিসেবে সালিসি বোর্ড/ মধ্যস্থতা সভার ভূমিকা ন্যায় বিচার প্রাপ্তি, আইনের প্রতিকার প্রাপ্তিতে সালিসি বোর্ড/ মধ্যস্থতা সভার ভূমিকাসহায়ক আইন হিসেবে তথ্য অধিকার আইন ২০০৯ স্লাইডের মাধ্যমে প্রশিক্ষণের বিষয়বস্তুগুলো তুলে ধরা হয়।

 

ব্লাস্ট সমন্বয়কারী জুয়েল দেওয়ান বলেন,গ্রাম আদালতের পাশাপাশি স্থানীয় যে ঐতিহ্যবাহী প্রথাগত বিচার ব্যবস্থার একটা আস্থাশীল ক্ষেত্র রয়েছে যেখানে উভয় প্রতিষ্ঠানই প্রাতিষ্ঠানিকভাবে তৃনমূল পর্যায়ে এডিআর বা বিকল্প বিরোধ নিস্পত্তির ক্ষেত্রে কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্ব স্ব বিচারিক নিয়মে যা তৃণমুল পর্যায়ে ন্যায়বিচার প্রাপিÍর ক্ষেত্র হিসেবে কাজ করছে।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সামসুল আরেফিন বলেন,বাংলাদেশে তৃণমূল পর্যায়ে স্বয়ংসম্পুর্ণ প্রতিষ্ঠান হচ্ছে ইউনিয়ন পরিষদ যেখানে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য রয়েছে গ্রাম আদালত। এই আইনের দ্বারা সব  ধর্ম, বর্ণ গোষ্ঠীর জন্য সার্বজনীন একটি বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা পেয়েছে যেখানে ফৌজদারী ও দেওয়ানী উভয় ক্ষেত্রে বিরোধ নিস্পত্তির সুযোগ রয়েছে।

 

তিনি উপস্থিত চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে লদ্ধ জ্ঞান এর প্রায়োগিক দিকটি দেখার আহ্বান জানান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত