বান্দরবানে চাঁদা দাবির প্রতিবাদে পরিবহন ধর্মঘট

Published: 22 Aug 2016   Monday   

চাঁদা দাবি করে মাহেন্দ্র আটকের প্রতিবাদে বান্দরবান-রাঙামাটি সড়কে ও জেলার উপজেলা অভ্যন্তরিন সড়কে টমটম, সিএনসি-মাহেন্দ্র পরিবহন ধর্মঘট  সোমবার থেকে পালিত হচ্ছে। মঙ্গলবার সকাল পর্যন্ত এ পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে বলে  টমটম, সিএনজি-মাহেন্দ্র মালিক ও চালক সমিতি জানিয়েছে।

 

জানা যায়,সোমবার দুপুরে টমটম, সিএনজি-মাহেন্দ্র মালিক ও চালক সমিতি তাদের নিজ কার্যালয়ে এক সভা আহ্বান করে। সভায় সভাপতিত্ব করেন সিএনজি-মাহেন্দ্র মালিক সমিতির সভাপতি মো: হোসেন। সভায় উপস্থিত ছিলেন সা:সম্পাদক মো: আবু তাহের।

সভায় সমিতির দাবি মাহেন্দ্র চালক মো: রাসেল সোমবার সকাল সাড়ে নয়টার দিকে যাত্রী নিয়ে সদর উপজেলার কুহালং ও সদর ইউনিয়ন সড়কের উজি হেডম্যান পাড়ার দিকে যান। উজি হেডম্যান পাড়ার পৌছার পর কয়েকজন যুবক পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(পিসিজেএসএস)-এর নামে তার গাড়ী থেকে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তারা মাহেন্দ্র গাড়ীটি আটক করে রেখে দেয়।

 

এরই প্রতিবাদে বান্দরবান-রাঙামাটি সড়কে ও জেলা-উপজেলা অভ্যন্তরে সিএনজি-মাহেন্দ্র পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়। ডাক দেওয়ার পর সোমবার দুপুর থেকে টমটম, সিএনজি ও মাহেন্দ্র কোনো যান সড়কে চলাচল করেনি বলে জানা গেছে। 

 

সভায় ঘোষনা দেওয়া হয় মঙ্গলবার সকাল ১১ টায় প্রেস ক্লাবের সামনে পিসিজেএসএসের চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হবে। মানববন্ধন চলাকালীন সময়ের মধ্যে আটক মাহেন্দ্র গাড়ীটিকে ছেড়ে দেওয়া না হলে লাগাতার পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত