রাঙামাটিতে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সন্মাননা স্মারক প্রদান

Published: 18 Aug 2016   Thursday   

রাঙামাটিতে ২০১৫ সালে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃহস্পতিবার সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

 

টিআইবি’র সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটির(সনাক) উদ্যেগে  জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সন্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  জেলা প্রশাসক  মোঃ সামসুল আরেফিন।  সনাকের সহ-সভাপতি অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পালন, রাঙামাটি পৌর মেয়র আকবর  হোসেন চৌধুরী, মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান। স্বাগত বক্তব্যে রাখেন সনাক সদস্য মোহাম্মদ আলী।

 

অনুষ্ঠান শেষে রাঙামাটি পৌর এলাকায় বিভিন্ন বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সম্মাননা পত্র প্রদান করেন। অনুষ্ঠান শেষে ছাত্র ছাত্রীদের মাঝে  দুর্নীতিবিরোধী  শপথ বাক্য পাঠ করানো হয় এবং দুর্নীতিবিরোধী ভিডিও নাটক প্রদর্শন করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন বলেন, বর্তমানে  সরকারের মধ্যম আয় ও উন্নত আয়ের দেশ হিসেবে সামগ্রিক উন্নয়নে তরুন সমাজকে যুক্ত হতে হবে। তিনি ছাত্র-ছাত্রীদের দুর্নীতি, মাদকদ্রব্য এবং জঙ্গীবাদ সম্পর্কে সচেতন হওয়ার আহবান জানান।

 

বিশেষ অতিথির বক্তব্যে পৌর মেয়র মোঃ  আকবর হোসেন চৌধুরী বলেন রাঙামাটি শহরকে একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পৌরসভা সকল নাগরিকের অংশগ্রহনে একটি মাস্টার প্লান তৈরী করবে। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য রাঙামাটি শহরকে দুর্নীতি ও মাদকমুক্ত করা প্রয়োজন। তিনি বলেন দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মানে সনাকের কার্যক্রমে ছাত্র ছাত্রী এবং তরুণ তরুণীদের এগিয়ে আসার আহ্বান জানান।

 

বিশেষ অতিথির বক্তব্যে রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চিত্তরঞ্জন পাল বলেন, দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক প্রশাসন যদি থাকে তবে আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারব এবং শিক্ষার্থীদের মধ্যে যদি দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করা যায় তাহলে দেশ সঠিক লক্ষ্যে এগিয়ে যাবে।

-হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত