ছাত্রলীগের উদ্যোগে রাঙামাটি সরকারী কলেজের শিক্ষার্থীদের মাঝে বই-খাতা বিতরণে

Published: 17 Aug 2016   Wednesday   

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বুধবার রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে সাধারণ শিক্ষাথীদের মাঝে বই-খাতা বিতরণ করা হয়েছে।

 

রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের শাহ্ আলমের স্বাক্ষরিত একপ্রেস বার্তায় বলা হয়, কলেজের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। সম্মানিত অতিথি ছিলেন, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি সুলতান মাহম্মুদ বাপ্পার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন  ছাত্রলীগের জেলা শাখার সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগের জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, আওয়ামী-যুবলীগের জেলা শাখার সহ-সভাপতি শহিদুল আলম স্বপন,সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার জেলা শাখার সভাপতি মুনছুর আহম্মেদ মান্না,ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন টিপু, শহিদুল ইসলাম প্রমুখ।

 

এসময় কলেজ ছাত্রলীগের নেতা-কর্মী ও সাধারণ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।শোক সভা ও মিলাদ মাহ্ফিল সঞ্চালন করেন রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহম্মেদ ইমতিয়াজ রিয়াদ।

 

আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলের শুরুর পূর্বে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সাধারণ ছাত্র-ছাত্রী ও কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এরপর  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনি নীরবতা পালন করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা যাতে ভবিষতে বঙ্গবন্ধুর মত হত্যা আর  কোন দিন বাংলার মাটিতে না ঘটে, সেই জন্য সর্বস্তরের মানুষকে সজাগ থাকার আহবান জানান।

 

তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সংগঠনটি দক্ষিণ-পূর্ব এশিয়ার সব চেয়ে বড় সংগঠন ও সংগঠনটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদের্শে গড়া সংগঠন। এ ছাত্রলীগ সংগঠন যারা করবে, তারা কখনো টেন্ডার-বাজি, চাঁদা-বাজি, খুন খারাপী, ঘুম-হত্যা, ধর্ষণ-অপহরণ করতে পারে না। একটি ছাত্রের এই সব বৈশিষ্ট্য কখনো থাকতে পারে না। তিনি  সকলকে এ অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানান।

-হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত