বিলাইছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালিত

Published: 15 Aug 2016   Monday   

 নানান আয়োজনের মধ্য দিয়ে সোমবার বিলাইছড়িতে সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

 

উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তংচঙ্গ্যা। বক্তব্য রাখেন, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সুকুমার চক্রবত্তী, জেলা আওয়ামীলী সদস্য জয়সেন তংচঙ্গ্যা, অমর কুমার তংচঙ্গ্যা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ শাহিদুল ইসলাম, অংসাথোয়াই কার্বারী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, যুগ্ন সম্পাদক চাইথোয়াই মার্মা, ৩নং ফারুয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক বিদ্যালাল তংচঙ্গ্যা ও অভিলাষ তংচঙ্গ্যা, ছাত্রলীগ নেতা লিপ্টন বড়ুয়া, যুবলীগ সাধারণ সম্পাদক বাবলু রানা, কৃষক লীগ সাধারণ সম্পাদক রুপম চাকমা, সেচ্ছাসেবক লীগ সভাপতি তরুন কান্তি তংচঙ্গ্যা, মহিলা লীগ সাধারণ সম্পাদিকা অনুভা তংচঙ্গ্যা, ১নং বিলাইছড়ি ইউপি আওয়ামীলীগ সভাপতি ভদ্রসেন চাকমা, উপজেলা আওয়ামীলীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রহর কান্তি চাকমা প্রমূখ।

 

আলোচনাসভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদাৎবরণকারী সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

এর আগে সকালের দিকে বিলাইছড়ি একটি শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি মূল বাজার হতে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালীতে আওয়ামী লীগ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের লোকজন অংশ নেন।

 

আলোচনা সভায় বক্তরা বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর খুনীদের বিচারের মাধ্যমে ফাঁসীর আওতায় এনে গোটা জাতিকে কলঙ্কমুক্ত করেছেন এবং খুব শীর্ঘই দেশের বাইরে যেসব খুনিরা রয়েছে তাদেরও দেশে এনে বিচারের মাধ্যমে ফাঁসীর রায় কার্যকর করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত