জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়িতে হামদর্দ’র বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান

Published: 15 Aug 2016   Monday   

সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়িতে রোগীদের বিনা মূল্য চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে হামদর্দ ল্যাররেটরি(ওয়াক্ফ) বাংলাদেশ খাগড়াছড়ি শাখা অফিস।

 

শহরের কলেজ রোড়ে নারিকেল বাগান এলাকায় অবস্থিত হামদর্দ অফিসের এ চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ঔষধ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন খাগড়াছড়ির এমপি কুজেন্দ্রলাল ত্রিপুরা।  এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা নুরনবী চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, হামদর্দ এর জোনাল ম্যানেজার মনিরুজ্জামান, খাগড়াছড়ি শাখা ব্যবস্থাপক মোঃ আমির হামজা।

 

পরে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন হামদর্দ খাগড়াছড়ি শাখার সহকারী মেডিকেল অফিসার পুলি চাকমা।

 

খাগড়াছড়ি হামদর্দ এর জোনাল ম্যানেজার মোঃ মনিরুজ্জামান জানান ১২১ জন রোগীকে সর্ম্পূন বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। তিনি আরো জানান হামদর্দ এমনিতে চিকিৎসকের ফি লাগে না। যে কোন ব্যাক্তি সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বিনা মূল্যে চিকিৎসা সেবা নিতে পারবেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন বর্তমানে বিশ্বে ইউনানী চিকিৎসা একটি ভালো চিকিৎসা  শুধু তাই নয় এ চিকিৎসা পদ্ধতি এখন জন সমাদৃত। হামদর্দ শুধু বাংলাদেশে নয় বিভিন্ন দেশে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। তাই হামদর্দের ওষুধের মান অবশ্যই ভালো। চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের বলেন হামদর্দ’র চিকিৎসা সেবা নেয়ার জন্য।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত