খাগড়াছড়িতে নানান কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহদাত বার্ষিকী পালন

Published: 15 Aug 2016   Monday   

সোমবার নানান কর্মসুচী পালনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহদাত বার্ষিকী  ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি পৌর টাউন হলে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন  সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। এসময় সরকারী, বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

 

এর আগে  খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে সরকারী উচ্চ বিদ্যাালয় মাঠ থেকে একটি শোক র‌্যালী করে চেঙ্গী স্কোয়ার হয়ে টাউন হল চেতনা মঞ্চে  গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন জানোনো হয়।

 

অন্যদিকে আওয়ামীলীগ খাগড়াছড়ি জেলা শাখা ও অঙ্গ সংগঠন গুলো জেলা পরিষদ প্রশিক্ষন কেন্দ্র থেকে শোক র‌্যালি করে শহরের শাপলা চত্তর ঘুরে চেঙ্গী স্কোয়ার হয়ে টাউন হল চেতনা মঞ্চে বঙ্গবন্ধু ফুলের তোড়া দিয়ে  প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

 

আলোচনা সভায়, বক্তারা অবিলম্বে বিদেশে পালিয়ে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবী জানান। বক্তারা যুদ্ধাপরাধীদের বিচারের দাবী ও জানান।

 

এদিকে, দিবসটি উপলক্ষে খাগড়াছড়িতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, খাগড়াছড়ি পৌরসভা, জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানান কর্মসুচী পালন করেছে। এসব কর্মসুচীর মধ্যে রয়েছে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, র‌্যালী, আলোচনাসভা, দোয়া-মাহফিল, এতিম শিশু, হাসপাতালের রোগী, জেলখানার কারাবন্ধীদের বিশেষ খাবার সরবরাহ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত