তৈয়বিয়া আইডিয়াল স্কুলের অধ্যক্ষের হজ্ব যাত্রা উপলক্ষে সংবর্ধনা ও মিলাদ মাহফিল

Published: 13 Aug 2016   Saturday   

তৈয়বিয়া আইডিয়াল স্কুল পরিচালনা কমিটির প্রতিষ্ঠাকালিন সভাপতি অ্যাডভোকেট মোঃ শাহ আলম এবং স্কুলের উদ্যেক্তা ও বর্তমান অধ্যক্ষ মোঃ আখতার হোসেন চৌধুরীর পবিত্র হজ্ব যাত্রা উপলক্ষে শনিবার সসংবর্ধনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ জানে আলম সওদাগর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি এম এ মুস্তফা হেজাজী, সদস্য আবদুল হালিম ভোলা সওদাগর ও আরটিভি রাঙামাটি জেলা প্রতিনিধি ইয়াছিন রানা সোহেল।

 

স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ মনসুর আলীর পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ আলমগীর।

 

অনুষ্ঠানে হজ¦যাত্রী এডভোকেট মোঃ শাহ আলম ও অধ্যক্ষ মোঃ আখতার হোসেন চৌধুরীর হাতে স্কুলের সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ জানে আলম ও সহ-সভাপতি এম এ মুস্তফা হেজাজী ক্রেস্ট তুলে দেন। এছাড়াও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত