বাঘাইছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রশস্ত্রসহ আটক ১

Published: 10 Aug 2016   Wednesday   

বুধবার রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সার্বোয়াতলী ইউনিয়নের খাগড়াছড়ি পাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ নির্ভিক চাকমা(৩২) নামের একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার সকালের দিকে গোপণ সংবাদের ভিত্তিতে লংগদু জোনের জোন কমান্ডার লেঃকর্নেল আলীমের নেতৃতত্বে যৌথ বাহিনীর সদস্যরা বাঘাইছড়ি উপজেলার সার্বোয়াতলী ইউনিয়নের খাগড়াছড়ি পাড়া এলাকার একটি বাড়ীতে অভিযান চালায়। এসময় অস্ত্রশস্ত্রসহ নির্ভিক চাকমাকে আটক করা হয়।

 

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে  রয়েছে দুইটি বিদেশী পিস্তল, একটি এলজি, একটি লং ব্যারেল গান, ১৮ রাউন্ড তাজা গুলি, আমর্ড পুলিশ ব্যাটালিয়নের এক সেট পোশাক, দামী মোবাইল ফোন-ট্যাব, চাঁদা আদায়ের রশিদ ও আদায়কৃত চাঁদার ১৭ হাজার ৩শ টাকা। উদ্ধার করা অস্ত্রশস্ত্রসহ আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য লংগদু জোনে নেওয়া হয়েছে। তাকে বাঘাইছড়ি থানায় পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আঞ্চলিক রাজনৈতিক দল সন্তু লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির একজন সদস্য বলে স্বীকার করেছেন।

 

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম চৌধুরী সত্যতা স্বীকার করে জানান, আটক নির্ভিক চাকমার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে এবং চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত