সকল সম্প্রদায়ের মেয়র হিসেবে রাঙামাটির উন্নয়নে কাজ করতে চাই-আকবর হোসেন চৌধুরী

Published: 04 Aug 2016   Thursday   

বৃহস্পতিবার রাঙামাটির মোনঘর শিশুসদনের সুহৃদ ভবন ও বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

 

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পৌরসভার মেয়র মোঃ  আকবর হোসেন চৌধূরী বলেন,নির্বাচনের সময় তিনি বলেছিলেন সকল সস্প্রদায়ের উন্নয়নে কাজ করে যাবেন। তিনি নির্বাচিত হওয়ার পর সে প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন। তিনি সকল সম্প্রদায়ের মেয়র হিসেবে রাঙামাটির উন্নয়নে কাজ চালিয়ে যেতে চাই।এজন্য সকলের সহযোগীতা প্রয়োজন।

 

মোনঘর শিশুসদন মিলনায়তনে প্রকল্প উদ্বোধনী অনুষ্টান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোনঘর শিশুসদন পরিচালনা কমিটির সহ-সভাপতি শ্রীমৎ শ্রদ্ধালংকার মহাথেরো। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার কাউন্সিলর কালায়ন চাকমা, রবি মোহন চাকমা, বাচিং মারমা,মোনঘর আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমিত ঝিমিত চাকমা, মোনঘর শিশুসদনের নির্বাহী পরিচালক অশোক কুমার চাকমা প্রমূখ।

 


এর আগে মেয়র মোনঘর শিশু সদনের সুহৃদ ভবন ও বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করেন। আলোচনা সভা শেষে মেয়রকে মোনঘর প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে শিশুসদনের শিল্পীদের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

 

অসহায় শিশুদের ভরন পোষণসহ শিশুদের কল্যাণে মোনঘর শিশুসদনের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয় উল্লেখ করে মেয়র মোঃ  আকবর হোসেন চৌধূরী আরো বলেন,শত প্রতিকুলতার মাঝে ও মোনঘর শিশু সদনের পরিচালনা পর্ষদ যেভাবে শিশুদের গড়ে তুলছেন এজন্য কর্তৃপক্ষকে অভিনন্দন। মোনঘর মতো যেসব সংস্থা রয়েছে তাদের পাশে সহযোগীতার হাত নিয়ে সকলকে এগিয়ে আসতে হবে।

 

তিনি বলেন,সমাজে অনেক সম্ভাবনা ও সমস্যা রয়েছে। সকলকে নিয়ে সমস্যা সমাধান করতে হবে, আর সম্ভাবনাকে কাজে লাগাতে ও সকলকে এক সাথে কাজ করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত