তিন পার্বত্য জেলায় বিদেশী নাগরিকদের প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে

Published: 05 Feb 2015   Thursday   

বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় বিদেশি নাগরিকদের সফরের কিংবা প্রবেশের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।


বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এক সভায় বান্দরবান জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী এ তথ্য জানান।


তিনি বলেন, এক সময় বিদেশি নাগরিকরা তিন পার্বত্য জেলায় ভ্রমন-সফরের ক্ষেত্রে জেলা প্রশাসকের অনুমতি নিতে হতো। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সভায় সিদ্ধান্তের প্রেক্ষিতে এ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এখন থেকে বিদেশি নাগরিকরা পার্বত্য তিন জেলা সফরের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়েই প্রবেশ করতে হবে।


উল্লেখ্য, গত ৭জানুয়ারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত