জুরাছড়িতে শিক্ষা অফিসের সহকারী হিসাব রক্ষককের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

Published: 02 Aug 2016   Tuesday   

রাঙামাটির জুরাছড়ি উপজেলার প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির স্বাক্ষর জালিয়াতি করে শিক্ষা অফিসের সহকারী হিসাব রক্ষক স্বপন চাকমার বিরুদ্ধে মিথ্যে ও ষঢযন্ত্রমূলক অভিযোগ আনা হয়েছে।

 

সোমবার সমিতির সভাপতি মৃদুল কান্তি চাকমা ও সাধারণ সম্পাদক রিপন চাকমার যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতেদাবী করা হয়, গেল ৩১ জুলাই উপজেলা শিক্ষা অফিসের সহকারী হিসাব রক্ষক স্বপন চাকমার বিরুদ্ধে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ দাখিল করা হয়।

 

উক্ত দাখিলকৃত অভিযোগ সম্পূণ্য মিথ্যে ও ষড়যন্ত্রমূলক। যেহেতু অভিযোগে স্বাক্ষরিত তারিখে (২৭/৭/২০১৬) সমিতির কোন সভা অনুষ্ঠিত হয়নি এবং উপজেলা শিক্ষা অফিসের সহকারী হিসাব রক্ষক স্বপন চাকমার বিরুদ্ধে কোন অভিযোগ লিখিত ও মৌখিক ভাবে দাখিল করা হয়নি। তাই প্রধান শিক্ষক সমিতি মনে করে বিষয়টি সম্পূর্ন ভিত্তিহীন।


প্রেস বিজ্ঞপ্তিতে এ ধরনের মিথ্যা অভিযোগের ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে ভবিষ্যতে আরো নিরীহ শিক্ষকদের উপর এ ধররে ঘটনা পূরনায় ঘটতে পারে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে সমিতির নেতৃবন্দৃ স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে এমন হীন ঘটনার উদ্ভাবনকারীকে তীব্র নিন্দা ও সরেজমিনে তদন্তপূর্বক দোষী ব্যক্তির শাস্তি দাবী জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত