চাঁদাবাজির মামলার অভিযোগে সোমবার দিবাগত রাতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) বান্দরবান জেলা শাখার সভাপতি উছো মং মারমা(৪৭) কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সুয়ালক ইউনিয়নের আওয়ামীলীগের সহ-সভাপতি সুলতানপুর এলাকার বাসিন্দা আবদুল করিম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে বান্দরবান সদরের বালাঘাটাস্থ বাড়ি থেকে জেএসএস’র বান্দরবান শাখার সভাপতি উছোমং মারমাকে গ্রেফতার করে পুলিশ।
সদর থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ্ জানান, উছোমং মারমার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে সোমবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় দাবী করেছেন, গেল ১৩ জুন রাজভিলায় আওয়ামীলীগের সদস্য মংপু মারমার অপহরণ ঘটনায় ষড়যন্ত্রমূলকভাবে জড়িত করে জেএসএস ও তার সহযোগী সংগঠনের ৩৮ জন সদস্যের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় উছোমং মারমাসহ জনসংহতি সমিতির ১০ জন সদস্য হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করেন। জামিন পেয়ে রোববার উছোমং মারমা বান্দরবানের বাড়িতে পৌঁছলে আরেকটি নতুন চাঁদাবাজি মামলায় জড়িত করে তাকে পুলিশ গ্রেফতার করে।
প্রেস বার্তায় উছোমং মারমাকে মিথ্যা মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অবিলম্বে উছোমং মারমার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও বিনাশর্তে তার মুক্তির দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.